
পাঁচ বছর বয়সে সিক্স প্যাক, ৬ বছর বয়সে ৪৮ মিনিটে ১০ কিমি দৌড়েছিল পুজা বিষ্ণোই। সে হল ওয়ান্ডার কিড অফ ইন্ডিয়া। পুজাকে নামী স্কুলে ভর্তি করে দিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। সেই পুজা ফের বিরাট কোহলিকে গর্বিত করলেন।
পুজার এখন বয়স ১১ বছর। পুজার যাবতীয় পড়াশোনার খরচ বহন করে বিরাট কোহলি ফাউন্ডেশন। অলিম্পিক্সে দেশকে পদক জেতাতে চান পূজা। সেই লক্ষেই পুজা নিজেকে তৈরি করছে। ক্লাস ফাইভে দুর্দান্ত রেজাল্ট করেছে পুজা। আর তার পরই বিরাট কোহলিকে ধন্যবাদ জানিয়েছে সে। যোধপুরে পুজার জন্য একটি ফ্ল্যাটের ব্যবস্থা করে দিয়েছে বিরাট কোহলি ফাউন্ডেশন। সেই পুজা সারাদিনের প্র্যাকটিস, শুটিং-এর পরও ৭৬.১৭ শতাংশ নম্বর পেয়েছে।
এম এস ধোনি থেকে শুরু করে অমিতাভ বচ্চন, পুজার উত্সাহ ও প্রতিভা দেখে অবাক হয়েছেন অনেকেই।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










