IPL: মাহিকে নিয়ে আবেগে ভাসছেন কোহলি

২৬ তারিখ থেকে শুরু আইপিএল। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। এর মধ্যেই চেন্নাই সুপার কিংস দলের অধিনায়কত্ব…

২৬ তারিখ থেকে শুরু আইপিএল। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। এর মধ্যেই চেন্নাই সুপার কিংস দলের অধিনায়কত্ব ছাড়লেন IPL: মহেন্দ্র সিং ধোনি। দায়িত্ব তুলে দিলেন রবীন্দ্র জাদেজাকে। সিএসকে-র পক্ষ থেকে বৃহস্পতিবার এই খবর জানানো হয়েছে। এই ঘটনায় চেন্নাই ভক্তদের পাশাপাশি আবেগপ্রবণ হয়ে পড়লেন বিরাট কোহলিও। 

ধোনির এবং তার নিজের আইপিএল জার্সিতে আলিঙ্গনের ছবি পোস্ট করে কোহলি লিখেছেন, “হলুদ জার্সিতে মনে রাখার মত অধিনায়কত্বের অধ্যায়। যে অধ্যায় ভক্তরা ভুলতে পারবে না। আমিও সেই তালিকায় ক্যাপ্টেন।” বিরাট কোহলি অতীতে একাধিকবার স্বীকার করেছেন মহেন্দ্র সিং ধোনিকে দেখেই তিনি অধিনায়কত্ব করা শিখেছেন। পাশাপাশি ভারতের প্রাক্তন ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারটাকে অমরেন্দ্র বাহুবলীর রাজত্ব ছেড়ে সাধারণত প্রজাদের মধ্যে এসে থাকার ব্যাপারটার মিল খুঁজে পেয়েছেন ওয়াসিম জাফর।

আইপিএল-এর ইতিহাসে মহেন্দ্র সিং ধোনি একমাত্র অধিনায়ক যিনি প্রথম আইপিএল ২০০৮ সাল থেকে অধিনায়ক হয়েছিলেন এবং চেন্নাই এবং পুণে দল মিলিয়ে আইপিএলে মোট ২০৪ ম্যাচে অধিনায়কত্ব করেছেন। ২০১২ সাল থেকে চেন্নাই সুপার কিংসে রয়েছেন রবীন্দ্র জাদেজা। মাঝে এক বার ধোনি না খেলায় সুরেশ রায়না চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়েছিলেন। সে কারণে জাদেজা হলেন তৃতীয় ক্রিকেটার যিনি চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হলেন ৷