প্রাক্তন কোচের সঙ্গে জুটি বেঁধে প্রত্যাবর্তন কোহলির, ভাইরাল ভিডিও

দেশের হয়ে খেলতে গিয়ে সম্প্রতি ফর্ম হারিয়েছেন বিরাট কোহলি ( Virat Kohli) । তবে এবার সেই হারানো ফর্ম পুনরুদ্ধার করতে তিনি নামছেন রঞ্জি ট্রফিতে দিল্লির…

Virat Kohli Batting Struggles

দেশের হয়ে খেলতে গিয়ে সম্প্রতি ফর্ম হারিয়েছেন বিরাট কোহলি ( Virat Kohli) । তবে এবার সেই হারানো ফর্ম পুনরুদ্ধার করতে তিনি নামছেন রঞ্জি ট্রফিতে দিল্লির হয়ে ব্যাট হাতে। পরবর্তী ম্যাচে কোহলির প্রতিপক্ষ রেলওয়েজ। তার আগে মুম্বইয়ের নেটে প্র্যাকটিস করতে দেখা গেল এই তারকা ক্রিকেটারকে।

Advertisements

এটা মনে রাখতে হবে যে সৌরাষ্ট্রের বিরুদ্ধে আগের ম্যাচে কোহলি খেলেননি। সেই ম্যাচে সৌরাষ্ট্র দশ উইকেটে জয়লাভ করেছিল। তবে চলতি মাসের ৩০ তারিখে ১৩ বছর পর রঞ্জি ট্রফিতে কামব্যাক করতে যাচ্ছেন কোহলি। তার আগে নেটে গা ঘামাতে দেখা যায় তাকে। প্র্যাকটিসের সময় কোহলির নজরদারিতে ছিলেন সঞ্জয় বাঙ্গার। তিনি অবশ্য কোহলির পূর্ব পরিচিত। আইপিএলে আরসিবি-র প্রাক্তন কোচ ছিলেন বাঙ্গার।

   

নেট প্র্যাকটিসের একটি ক্লিপ ভাইরাল হয়েছে যেখানে কোহলি এবং বাঙ্গারের মধ্যে কথোপকথন চলছিল। কিছু সময় পর কোহলি নেটে ব্যাট হাতে ডিফেন্স শুরু করেন আর বাঙ্গার তাঁর দিকে বল ছুড়ে দেন হাঁটু মুড়ে।

এই মরশুমে শুধুমাত্র রবীন্দ্র জাদেজা ছাড়া অন্য কোনো তারকা ক্রিকেটারই ভালো ফর্মে নেই। রোহিত শর্মা এবং শ্রেয়স আইয়ারও হতাশ করেছেন। সেক্ষেত্রে কোহলি ধুঁকতে থাকা দিল্লিকে কতটা সাহায্য করতে পারেন সেটা এখন দেশের ক্রিকেট অনুরাগীদের কাছে একটি বড় প্রশ্ন।