Virat Kohli : নতুন ভূমিকায় কোহলি, গান গেয়ে জিতলেন মন 

ব্যাটের পাশাপাশি এবার হাত পাকালেন মাইকেও। বহুমুখী প্রতিভার অধিকারী ভারতের ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন অধিনায়ক নিরেট কোহলি (Virat Kohli)। ম্প্রতি বিরাটের গাওয়া গানের একটি…

Virat Kohli : নতুন ভূমিকায় কোহলি, গান গেয়ে জিতলেন মন 

ব্যাটের পাশাপাশি এবার হাত পাকালেন মাইকেও। বহুমুখী প্রতিভার অধিকারী ভারতের ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন অধিনায়ক নিরেট কোহলি (Virat Kohli)। ম্প্রতি বিরাটের গাওয়া গানের একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা মন জয় করেছে নেট নাগরিকদের।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কোহলির গান গাওয়ার যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে কোহলিকে দেখা গিয়েছে, ‘তাজমহল’ ছবিতে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের এক জনপ্রিয় গান ‘জো ওয়াদা কিয়া ও নিভানা পড়েগা’ গাইতে। ২০১৬ সালের এশিয়া কাপ উপলক্ষে বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার দ্বারা আয়োজিত এক অনুষ্ঠানে কোহলি এই গান গেয়েছিলেন।

বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ফাহমিদা নবীর সঙ্গে একই স্টেজে গান গাইতে দেখা গিয়েছিল বিরাট কোহলিকে। কিন্তু এটাই প্রথমবার নয়। এর আগেও ইতালিতে অনুষ্কা শর্মাকে বিয়ের সময়ও গান গেয়েছিলেন ভিকে। সেই ভিডিও মন ছুয়ে গিয়েছিল কোহলি ভক্তদের।

Advertisements

বর্তমানে আইপিএল-২০২২ এর জন্য় আরসিবি শিবিরে রয়েছেন বিরাট কোহলি। এখনও অবধি আইপিএলের ২টি ম্যাচে খেলেছে আরসিবি। যার মধ্যে একটিতে জয় ও একটিতে হার-এর দেখা মিলেছে।