Asia Cup: পাকিস্তানের সামনেই পাকিস্তানের রেকর্ড ভেঙেছেন কোহলি-কেএল

টিম ইন্ডিয়ার দুই তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি ও লোকেশ রাহুল সোমবার বৃষ্টি ভেজা কলম্বোয় (Asia Cup) কার্যত তাণ্ডব নৃত্য করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচে দুই ব্যাটসম্যানই সেঞ্চুরি করেছেন।

Virat Kohli and KL Rahul

টিম ইন্ডিয়ার দুই তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি ও লোকেশ রাহুল সোমবার বৃষ্টি ভেজা কলম্বোয় (Asia Cup) কার্যত তাণ্ডব নৃত্য করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচে দুই ব্যাটসম্যানই সেঞ্চুরি করেছেন। প্রায় আড়াই বছর পর সেঞ্চুরি করেছেন লোকেশ রাহুল। অন্য দিকে বিরাট কোহলি দুর্দান্ত শতরান করে অনেক রেকর্ড গড়েছেন। কোহলি ৯৪ বলে ৯ টি চার ও ৩ টি ছয় এর সাহায্যে অপরাজিত ১২২ রান করেন, কেএল ১০৬ বলে ১২ টি বাউন্ডারি এবং ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১১ রান করেছেন।

কোহলি ও কেএল রাহুল ২৩৩ রানের অপরাজিত পার্টনারশিপ গড়েন। ওডিআই ফরম্যাটে এশিয়া কাপে যা বিরল। এ ক্ষেত্রে মহম্মদ হাফিজ ও নাসির জামশেদের রেকর্ড ভেঙেছেন ভারতের দুই ব্যাটসম্যান। হাফিজ ও জামশেদ ২০১২ সালে ভারতের বিপক্ষে ২২৪ রানের জুটি গড়েছিলেন। ১১ বছরের পুরনো এই রেকর্ড ভাঙলেন কোহলি-লোকেশ। একই সঙ্গে তৃতীয় উইকেটে এটাই ছিল সবচেয়ে বড় পার্টনারশিপ।

সেই সঙ্গে ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ২৩৩ রানের সবচেয়ে বড় পার্টনারশিপের রেকর্ডও গড়েছেন কোহলি ও রাহুল। এর আগে ১৯৯৬ সালে শারজায় ২৩১ রানের জুটি গড়েছিলেন নভজ্যোত সিং সিধু ও শচীন টেন্ডুলকার। তবে এই জুটি ছিল দ্বিতীয় উইকেটে। ২০০৫ সালে কোচিতে তৃতীয় উইকেটে রাহুল দ্রাবিড় ও বীরেন্দ্র শেহওয়াগ ২০১ রানের পার্টনারশিপ গড়েছিলেন।