Hockey Competition: গ্রামের হকি প্রতিযোগিতায় জিতলেই ১ লক্ষ টাকা

বৃহস্পতিবার থেকে হাবরির আন্তর্জাতিক স্পোর্টস গ্রাউন্ডে শুরু হচ্ছে সর্বভারতীয় হকি প্রতিযোগিতা (Hockey Competition) ২০২৪। প্রতিযোগিতা চলবে ১০ মার্চ পর্যন্ত। এ জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে গ্রাম…

Yuva Hockey Club, Habri Kaithal

বৃহস্পতিবার থেকে হাবরির আন্তর্জাতিক স্পোর্টস গ্রাউন্ডে শুরু হচ্ছে সর্বভারতীয় হকি প্রতিযোগিতা (Hockey Competition) ২০২৪। প্রতিযোগিতা চলবে ১০ মার্চ পর্যন্ত। এ জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে গ্রাম পঞ্চায়েত হাবরি ও যুব হকি ক্লাব হাবরিতে।

সারা দেশ থেকে আটটি দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। হাবরির হকি স্টেডিয়ামে সব খেলোয়াড়ের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হবে। এজন্য পুরো গ্রাম পূর্ণ সহযোগিতা করেছে বলে জানা গিয়েছে।

হকি কোচ গুরবাজ সিং এবং সুরেন্দ্র প্রতাপ সিং জানিয়েছেন যে প্রথম দলকে ১ লক্ষ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। দ্বিতীয় দলকে ৭১ হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া হবে।

প্রতি বছরই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই ধরণের প্রতিযোগিতায় অংশগ্রহণের ফলে খেলোয়াড়দের মনোবল বৃদ্ধি হয় মনে করছেন আয়োজকরা। এ টুর্নামেন্টের জন্য অনুশীলন করতে হচ্ছে, যা ভবিষ্যতে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে কাজে লাগবে। গ্রামে হকি খেলার মাঠ তৈরির পর হাবরি গ্রামের যুবক ও জেলার যুবকরা অনেক উপকৃত হয়েছেন। এখান থেকে জাতীয় মঞ্চে উঠে এসেছেন একাধিক তরুণ খেলোয়াড়।

Advertisements

হকি খেলোয়াড় গালফাম জানিয়েছেন, ভাল পারফর্ম করার এবং দেশের জন্য আন্তর্জাতিক পর্যায়ে পদক জয় করাই তাঁর লক্ষ্য। সকালে এবং সন্ধ্যায় পাঁচ থেকে ছয় ঘন্টা অনুশীলন করেন। প্রতিযোগিতার সেরা খেলাটা প্রদর্শন করতে চান তিনি।

গত দু’বছর ধরে হকি খেলছেন। কোচ সুরেন্দ্র প্রতাপ এবং গুরবাজ সিং তাঁকে অনুশীলন করান। এই দুই কোচের কাছে প্রশিক্ষণের পর হাবরি গ্রামের অনেক যুবক আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের জায়গা করে নিতে পেরেছেন।