East Bengal: মশালবাহিনীতে অনিশ্চিত ভিপি সুহের

ভালো কোচ, ভালো দল, পারফরম্যান্স মন্দ। আগামী দিনে আন্তর্জাতিক প্রতিযোগিতা খেলতে চলেছে ইস্টবেঙ্গল (East Bengal)। দলে দরকার পরিবর্তন। বর্তমান স্কোয়াড থেকে বাদ পড়তে চলেছেন একাধিক…

VP Suhair

ভালো কোচ, ভালো দল, পারফরম্যান্স মন্দ। আগামী দিনে আন্তর্জাতিক প্রতিযোগিতা খেলতে চলেছে ইস্টবেঙ্গল (East Bengal)। দলে দরকার পরিবর্তন। বর্তমান স্কোয়াড থেকে বাদ পড়তে চলেছেন একাধিক ফুটবলার।

কিছু দিন আগে ইস্টবেঙ্গল এফসির কোচ নতুন মরসুমের দল গঠনের ব্যাপারে কিছু আভাস দিয়েছিলেন। একাধিক জুনিয়র ফুটবলারকে রিক্রুট করতে পারে ক্লাব। যে সিনিয়র ফুটবলাররা প্রত্যাশা পূরণ করতে পারছেন না তাদের জানানো হতে পারে বিদায়। সম্ভাবনা সত্যি হলে নামকরা একাধিক ফুটবলারের জন্য ক্লাবের পিছনের দরজা খুলে দিতে পারে ইস্টবেঙ্গল।

বিগত কয়েকটি ম্যাচে ইস্টবেঙ্গল একাদশে অনিয়মিত হয়ে পড়েছেন কয়েকজন ভারতীয় ফুটবলার। যার মধ্যে একজন ভিপি সুহের। কলকাতা ময়দান ও ভারতীয় ফুটবলকে হাতের তালুর মতো চেনেন সুহের। মোহনবাগানের হয়ে খেলে পেয়েছেন সাফল্য। ইস্টবেঙ্গল এফসির হয়ে জিতেছেন কলিঙ্গ সুপার কাপ। কিন্তু তাঁর পারফরম্যান্স আহামরি কিছু নয়। একজন অভিজ্ঞ ফুটবলারের কাছ থেকে যে পারফরম্যান্স আশা করা যায় সুহের সেটা দিতে পারেননি। গত মরসুমেও তাঁর পারফরম্যান্স রিভিউ ছিল আতস কাঁচের নীচে। আগামী মরসুমে ইস্টবেঙ্গল তাঁকে ধরে রাখে কি না সেটাই এখন দেখার বিষয়।

সামনের মরসুমে লাল হলুদ শিবিরে অনিশ্চিত আরও এক ফুটবলার। তিনি এডউইন ভানসপল। অনেক আশা করে দলে নেওয়া হয়েছিল তাঁকে। সুযোগ দেওয়া হয়েছে যথেষ্ট। কিন্তু তিনি নিজের নামের প্রতি এখনও সুবিচার করতে পারেননি। ইস্টবেঙ্গল কি তাঁর সঙ্গে চুক্তি দির্ঘায়িত করবে? এখনই জোর দিয়ে বলা মুশকিল।