Victor Vazquez: কলকাতা ময়দানকে চ্যালেঞ্জ ছুড়লেন মশালবাহিনীর নয়া বিদেশি

Victor Vazquez

স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতের দায়িত্ব গ্ৰহনের পর থেকেই নতুন করে সেজে উঠছে লাল-হলুদ (East Bengal) ব্রিগেড। বিশেষ করে বিদেশি ফুটবলারদের নির্বাচনের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা থেকেছে কোচের। ভারতে আসার পর সামান্য বিশ্রাম নিয়েই গতকাল থেকে অনুশীলনে নেমে পড়েন ভিক্টর ভাসকুয়েজ (Victor Vazquez)।

Advertisements

তবে গতকাল সিনিয়র দলের ফুটবলারদের ছুটি দেওয়া হলেও কোচ কার্লোস কুয়াদ্রাতের সঙ্গে দলের জুনিয়র ফুটবলারদের অনুশীলনেই নিজের গা ঘামাতে দেখা যায় ভেক্টর ভাসকুয়েজকে। সব ঠিকঠাক থাকলে পরবর্তী ম্যাচ থেকেই হয়তো প্রথম একাদশে স্থান করে নেবেন এই স্প্যানিশ হাইপ্রোফাইল। তবে সিনিয়র ফুটবলারদের অনুশীলনের দিন মাঠে দেখা যায়নি এই দাপুটে মিডফিল্ডারকে।

যদিও পরবর্তীতে কোচের তরফ থেকে জানা যায় শারীরিক সমস্যার জন্যই সিনিয়র দলের অনুশীলনে গতকাল আসতে পারেননি ভাসকুয়েজ। তবে সুস্থ হয়েই খুব তাড়াতাড়ি দলের সঙ্গে যুক্ত হবেন তিনি। এখন সেদিকেই তাকিয়ে সকলে। আগামী ১০ তারিখ নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল।

Advertisements

এই ম্যাচ জিততে পারলেই পয়েন্ট তালিকার অনেকটাই উপরে উঠে আসবে ময়দানের এই প্রধান। সেদিকেই তাকিয়ে আপামোর লাল-হলুদ জনতা। তবে ম্যাচ খেলতে উড়ে যাওয়ার আগেই আজ সাংবাদিক বৈঠকের দলের কোচ কার্লোস কুয়াদ্রাতের সঙ্গে থাকতে দেখা যায় এই স্প্যানিশ তারকাকে।

লাল-হলুদ জনতার মনে আদৌ কতটা জায়গা করতে পারবেন তিনি? এই নিয়ে ভাসকুয়েজ বলেন, আমি এখানে দু তিন মাসের জন্য কোন মজা করতে আসেনি। ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবকে ট্রফি জেতাতে এসেছি। উল্লেখ্য , সুপার কাপ জেতার পর থেকেই একেবারে অনবদ্য ছন্দে ধরা দিয়েছে মশাল বাহিনী। তবে আইএসএলে আদৌ কতটা সফল থাকেন এই তারকা এখন সেটাই দেখার।