Budget 2024: এক নজরে রাজ্য বাজেট

বৃহস্পতিবার বিধানসভায় অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য বাজেট ২০২৪-২৫ (Budget 2024) পেশ করলেন । এক নজরে দেখে নেওয়া যাক বাজেটে যেসব ঘোষণাগুলি…

West Bengal State Budget 2024

বৃহস্পতিবার বিধানসভায় অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য বাজেট ২০২৪-২৫ (Budget 2024) পেশ করলেন । এক নজরে দেখে নেওয়া যাক বাজেটে যেসব ঘোষণাগুলি করা হয়েছে৷

১) বাড়ছে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ। সাধারণ মহিলাদের ১০০০ টাকা করে ও তফসিলি জাতি-জনজাতিভুক্তদের ১২০০ টাকা করে দেওয়া হবে।
২) বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও চার শতাংশ হারে ডিএ বৃদ্ধির ঘোষণা। এই ডিএ বৃদ্ধির ফলে সরকারের ২,৪০০ কোটি টাকা খরচ হবে এবং উপকৃত হবেন রাজ্যের ১৪ লক্ষ সরকারি কর্মী।

৩) উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের মৎস্যজীবীদের জন্য বাজেটে সমুদ্রসাথী প্রকল্পের ঘোষণা করল রাজ্য সরকার। এই প্রকল্পে বর্ষার দু’মাস ভাতা বাবদ মৎসজীবীদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে। বরাদ্দ করা হবে ২০০ কোটি টাকা।
৪) বাজেটে পথশ্রী প্রকল্পের জন্যও অর্থ বরাদ্দ হয়েছে। ১২ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তাকে উন্নত করা হবে৷

৫) স্বাস্থ্যসাথীর আওতায় আনা হল পরিযায়ী শ্রমিকদের। রাজ্যের যে শ্রমিকরা বাইরে আছেন, তাঁরা সেখানকার হাসপাতালেও স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করতে পারবেন বলে ঘোষণা করা হয় বাজেটে।
৬)বাজেটে নতুন কর্মশ্রী প্রকল্পে ৫০ দিন করে কাজ দেওয়ার ঘোষণা করেছে রাজ্য। ১০০ দিনের প্রকল্পের পাল্টা এই প্রকল্পের ঘোষণা। চলতি বছরের মে মাস থেকে কার্যকর হবে ‘কর্মশ্রী’ প্রকল্প। রাজ্যের প্রতিটি জব কার্ড হোল্ডার এই প্রকল্পের আওতায় কাজের সুযোগ পাবেন।
৭) সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশদের ভাতা বাড়ছে ১০০০ টাকা। এজন্য ১৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি ঘোষণা করা হয় এখন থেকে রাজ্য পুলিশের ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ চাকরি সংরক্ষিত থাকবে সিভিক ভলান্টিয়ারদের জন্য ৷

৮) মাধ্যমিক পাশের পরে ছাত্র-ছাত্রীরা স্কুলে ভর্তি হলেই স্মার্টফোন পাবে বলে ঘোষণা করা হয়। এজন্য বরাদ্দ ৯০০ কোটি টাকা।
৯) বাজেটে চারটি নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র (সুপার ক্রিটিকাল থার্মাল পাওয়ার ইউনিট) তৈরির কথা ঘোষণা করা হয়৷ এজন্য বরাদ্দ হয় ১০০ কোটি।
১০) মুড়িগঙ্গা থেকে কচুবেড়িয়া পর্যন্ত ৩.১ কিলোমিটারের সেতু তৈরি করা হবে। নাম দেওয়া হবে ‘গঙ্গাসাগর সেতু’। আবার দামোদরের উপর তৈরি হবে ‘শিল্পসেতু’।

১১) নিউ টাউন ও বিমানবন্দরের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে তিন বছরের মধ্যে তৈরি হবে ইএম বাইপাসে সাত কিলোমিটারের উড়ালপুল৷ এজন্য প্রথম বছরে বরাদ্দ হচ্ছে ১৫০ কোটি টাকা।

১২)রাজ্যের পাঁচ লক্ষ বেকার যুবক-যুবতীকে রাজ্যের বিভিন্ন দফতরে নিয়োগ করা হবে বলে ঘোষণা করা হয়েছে রাজ্য বাজেটে।
বিভিন্ন শিল্পক্ষেত্রে প্রশিক্ষণের সুবিধা পাবেন যুবক-যুবতীরা। প্রশিক্ষণের জন্য মাসে দেড়-দু’হাজার টাকা দেওয়া হবে। প্রতি বছর ১ লক্ষ যুবক-যুবতী এতে লাভবান হবেন। এর জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ হচ্ছে ।