T20 World Cup 2024: আমেরিকায় টি-২০ বিশ্বকাপ; মাঠ ঘোষণা আগামী সপ্তাহেই

ক্রিকেটকে সর্ব স্তরে ছড়িয়ে দেওয়ার জন্য নানা রকম পদক্ষেপ নিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এশিয়ান গেমসের পাশাপাশি অলিম্পিকসেও ক্রিকেটকে যুক্ত করার চেষ্টা চলছে আইসিসির তরফ…

ক্রিকেটকে সর্ব স্তরে ছড়িয়ে দেওয়ার জন্য নানা রকম পদক্ষেপ নিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এশিয়ান গেমসের পাশাপাশি অলিম্পিকসেও ক্রিকেটকে যুক্ত করার চেষ্টা চলছে আইসিসির তরফ থেকে। ক্রিকেটকে প্রসারিত করার আরো একটি অভিনভ পদক্ষেপ নিয়েছিল আইসিসি। তথাকথিত ক্রিকেট না খেলা আমেরিকাকে দায়িত্ব দিয়েছে পরের টি-২০ বিশ্বকাপ আয়োজন করার।

একটি সংবাদমাধ্যমের সূত্রে খবর, আমেরিকার ঠিক কোন কোন মাঠে খেলা হবে, সব কিছু আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ঠিক করবে আগামী সপ্তাহেই। এই প্রথম বার আমেরিকা আন্তর্জাতিক কোনো ক্রিকেট প্রতিযোগিতার আয়োজক হতে চলেছে। তবে আমেরিকার ফ্লোরিডায় বেশ কয়েকবার আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হয়েছে। সাধারণত ওয়েস্ট ইন্ডিজ় বনাম ভারতের কিছু ম্যাচ সেখানে হয়ে থাকে। যেমন চলতি মরসুমের দু’টি ম্যাচ সেখানে হবে। এ ছাড়াও টি-২০ বিশ্বকাপের ম্যাচ পেতে পারে মরিসভিলে, ডালাস এবং নিউ ইয়র্ক।

   

কিন্তু তার একটি সমস্যা আছে। আন্তর্জাতিক মানের মাঠ না হলে বিশ্বকাপের মতো প্রতিযোগিতা আয়োজন করা যাবে না। এবার আমেরিকার তো অনেক মাঠেরই আন্তর্জাতিক তকমা নেই। তাই সেই সব মাঠ পর্যবেক্ষণ করে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হবে ডলে জানিয়েছে আইসিসি। ফ্লোরিডা ছাড়া ছাড়া মরিসভিলে, ডালাস এবং নিউ ইয়র্কের মাঠের আন্তর্জাতিক তকমা নেই। তবে মরিসভিলে এবং ডালাসে আমেরিকার টি-টোয়েন্টি লিগ মেজর লিগ ক্রিকেট হচ্ছে। এই মাঠগুলি নিয়ে আগামী কয়েক মাসের মধ্যেই আলোচনায় বসবে আইসিসি এবং আয়োজক দেশগুলির (ওয়েস্ট ইন্ডিজ় এবং আমেরিকা) ক্রিকেট বোর্ড।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫টি দল ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করে ফেলেছে। ক্রমতালিকার বিচারে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, নিউ জ়িল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং নেদারল্যান্ডস টি-২০ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। আয়োজক দেশ হিসাবে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ়ও অংশগ্রহণ করবে। এদিকে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং পাপুয়া নিউ গিনি যোগ্যতা অর্জন পর্ব খেলে বিশ্বকাপের ছাড়পত্র পেয়ে গেছে। আরও পাঁচটি দল উঠে আসবে যোগ্যতা অর্জন পর্ব খেলে।