ভারতীয় ফুটবলের চাকচিক্য ওপরে ওপরে। আসল ছবি তৃণমূল স্তরে। অনূর্ধ্ব ১৭ ইয়ুথ ফুটবল (Youth League) প্রতিযোগিতা শুরু হয়েছে। বড় বড় ক্লাবের যুব দল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। খেলা হচ্ছে বিভিন্ন মাঠে। এক মাঠ থেকে অন্য মাঠে যেতে হচ্ছে ট্রেনে বাসে চেপে।
অনূর্ধ্ব ১৭ ইয়ুথ ফুটবল প্রতিযোগিতার ম্যাচ খেলতে ওড়িশার ভুবনেশ্বরে গিয়েছে ইউনাইটেড স্পোর্টিং ক্লাব। কল্যানী থেকে ভুবনেশ্বর। আরামদায়ক কোন বিমান সফর নয়, বরং আর পাঁচজন সাধারণ যাত্রীর মতো সফর করলেন দেশের ভবিষ্যত প্রজন্মের ফুটবলাররা।
যুব লীগে দলের প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছেন ইউনাইটেড স্পোর্টস ক্লাবের কোচ স্টিভ হারবার্টস। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানিয়েছেন, ট্রেনে করে কল্যানী থেকে শিয়ালদহ। শিয়ালদহ থেকে বাসে হাওড়া। হাওড়া থেকে ট্রেনে ওড়িশা। ট্রেন নন এসি।
On the way to match day 2 in the U17 Youth League. Train Kalyani to Sealdah, bus to Howrah and then again train to Odisha.@OdishaFC v @bleedpurpleUSC
We will try to get the 3 points that we deserved in the first match against @mohunbagansg .#awaydays #aiff #USC #Odisha
— Steve Herbots (@HerbotsSteve) December 16, 2023
প্রতিকূল পরিস্থিতি থাকার পরেও শেষ হাসি হাসল ইউনাইটেড স্পোর্টস। জিতল ইন্ডিয়ান সুপার লীগ খেলা দলের যুব টিমের বিরুদ্ধে। ইউনাইটেড স্পোর্টসের পক্ষে ম্যাচের ফলাফল ২-১। ইউনাইটেড স্পোর্টসের যুব দলের দলের হয়ে এদিন জোড়া গোল দুটি করেছেন যথাক্রমে সুহেল মন্ডল ও দেবাশীষ হালদার।