Transfer Speculations: এই ফরোয়ার্ডের সঙ্গে কথাবার্তা চালাচ্ছিল মোহনবাগান, আসবেন?

Transfer Speculations: গতবারের অনবদ্য পারফরম্যান্স করার পর এবারের এই ফুটবল মরশুমে সেটা ধরে রাখাই অন্যতম লক্ষ্য ছিল বাগান ম্যানেজমেন্টের। সেইমতো পুরোনো দলের থেকে বেশকিছু ফুটবলারদের…

Yuma Suzuki

Transfer Speculations: গতবারের অনবদ্য পারফরম্যান্স করার পর এবারের এই ফুটবল মরশুমে সেটা ধরে রাখাই অন্যতম লক্ষ্য ছিল বাগান ম্যানেজমেন্টের। সেইমতো পুরোনো দলের থেকে বেশকিছু ফুটবলারদের ছাটাই করে অজি তারকা জেসন কামিন্স থেকে শুরু করে ইউরোপা লীগ খেলা আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকুর মতো ফুটবলারদের দলে টানে কলকাতা ময়দানের এই প্রধান।

পাশাপাশি দেশীয় ফুটবলারদের মধ্যে দলে আনা হয় তারকা ডিফেন্ডার আনোয়ার আলী সহ মাঝমাঠের দুই দাপুটে তারকা তথা সাহাল আব্দুল সামাদ ও অনিরুদ্ধ থাপাকে। পরবর্তীতে তাদের সঙ্গে দলে যুক্ত করা হয় জাপানি তারকা হেক্টর ইউৎসেকে। এমন ঝাঁঝালো দল নিয়েই এবার নিজেদের একাদশ সাজিয়েছে সবুজ-মেরুন। ডুরান্ড কাপ জয় দিয়ে এই মরশুম শুরু হলেও পরবর্তীকালে যেন সময়ের সাথে সাথে ছন্দ হারাতে থাকে ফেরেন্দোর ছেলেরা।

   

আগের মরশুমে দল নিয়ে এএফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনালে পৌঁছতে সক্ষম হলেও এবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তাদের। যা দেখে হতবাক হয়েছেন সকলেই। একটা সময় এই দল নিয়ে সকলের মাথা ব্যাথা থাকলেও পরবর্তীতে এক ম্যাচ বাকি থাকতেই নাকি বিদায় নিতে হয়েছে। যা নিয়ে প্রচন্ড হতাশ ম্যানেজমেন্ট। গতবারের তুলনায় এবার আরও কয়েকগুণ বেশি শক্তিশালী দল নিয়ে এসে ও নাকি প্রথমেই বিদায় নিতে হয়েছে তাদের। এই পরিস্থিতিতে দলের কোচের ভূমিকা নিয়ে ও একাধিক প্রশ্ন উঠে আসতে থাকে সকলের মধ্যে। শোনা যেতে থাকে যে এবার নাকি দল থেকে ছাটাই করা হতে পারে এই স্প্যানিশ কোচকে। সেইসাথে দুই বিদেশী ফরোয়ার্ড তথা জেসন কামিন্স ও আর্মান্দো সাদিকুর সক্রিয়তা নিয়ে ও দেখা দেয় একাধিক প্রশ্ন।

তবে আইএসএলের গত ম্যাচে ওডিশা এফসির বিপক্ষে আর্মান্দো সাদিকুর গোলে বাগান ব্রিগেডের মান বাঁচলেও এখনো পর্যন্ত নাকি তার পারফরম্যান্স নিয়ে খুব একটা খুশি হতে পারেনি ম্যানেজমেন্ট। যারফলে, আসন্ন উইন্টার ট্রান্সফার উইন্ডোতে নাকি নয়া বিদেশী ফুটবলার আনার কথা ভাবা হয় দলের তরফ থেকে। এক্ষেত্রে একাধিক বিদেশী ফুটবলারদের নাম উঠে আসতে থাকলেও শেষ পর্যন্ত জাপানি তারকা ইউমা সুজুকির নাম উঠে আসতে থাকে প্রবলভাবে। বর্তমানে তিনি জাপানের কাশিমা অ্যান্টিলাসের হয়ে জে ওয়ান লীগ খেললেও তাকেই নাকি ট্রান্সফার ফি দিয়ে আনার কথা ভেবেছিল বাগান ব্রিগেড। তবে অর্থের পরিমাণের কথা মাথায় রেখেই তা আর এগোয়নি। যতদূর খবর, এবছর হয়ত সবুজ-মেরুন জার্সিতে দেখা যাবে না এই তারকাকে।