ভারতের ৮ গোল, নজর কাড়লেন ইউনাইটেডের রাজ বাস্ফোর

ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে গোলের বন্যা। নেপালকে ৮ গোলের মালা পরিয়েছে ভারত। অনূর্ধ্ব ২০ সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের পক্ষে স্কোরলাইন ০-৮। ম্যাচে আলাদা করে নজর কেড়েছেন রাজ…

United sporting club Raj basfore starring at saff u20

ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে গোলের বন্যা। নেপালকে ৮ গোলের মালা পরিয়েছে ভারত। অনূর্ধ্ব ২০ সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের পক্ষে স্কোরলাইন ০-৮। ম্যাচে আলাদা করে নজর কেড়েছেন রাজ বাস্ফোর (Raj basfore)।

ইউনাইটেড স্পোর্টস ক্লাবের যুব ফুটবলার রাজ বাস্ফোর। কলকাতার এই ক্লাবের হাত ধরেই তাঁর ফুটবলে হাতেখড়ি। জাতীয় দলে রাজ জায়গা পাওয়ায় স্বভবতই খুশি ইউনাইটেড স্পোর্টস ক্লাব। সামাজিক মাধ্যমে নিজেদের আবেগ প্রকাশ করেছে ক্লাব।

তৃণমূল স্তর থেকে ফুটবলার তুলে আনা ইউনাইটেড স্পোর্টসের লক্ষ্য। প্রচুর আদিবাসী ফুটবলার, গ্রাম বাংলার ছেলেদের জন্য আদর্শ এক মঞ্চ। রাজ নিজের প্রতিভাকে কাজে লাগিয়েছেন। নেপালের বিরুদ্ধে ভারত শুধু ৮ গোলই দেয়নি, নিজেরা একটাও গোল হজম করেনি। আর রাজ খেলেন সেন্ট্রাল ডিফেন্ডার পজিশনে। তাই অনূর্ধ্ব ২০ সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের এই বড় জয়ের পিছনে তাঁর অবদান অনস্বীকার্য।

তৃণমূল স্তর বা গ্রাস রুট লেভেল থেকে উঠে আসা ফুটবলাররা অনেক সময় ফুটবল মাঠ থেকে হারিয়ে যান। অতীতে কলকাতার তিন প্রধানে একাধিক উঠতি খেলোয়াড় ছিলেন। আবির্ভাবে চমকে দিয়েছিলেন অনেকে। কিন্তু কালের নিয়মে তাঁরা আজ অস্তমিত প্রায়। মাত্র ১৯ বছর বয়সে রাজ জাতীয় দলের হয়ে খেললেন। তাঁর উত্থানের গল্প বহু ফুটবলারকে অনুপ্রাণিত করবে বলে আশা করছে ইউনাইটেড স্পোর্টস।