Mohun Bagan: বাগানে অনিশ্চিত বুমোস? তৈরি হল নয়া জল্পনা

শেষ ফুটবল মরশুমে স্প্যানিশ কোচ হুয়ান ফেরেন্দোর হাত ধরে ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। যা নিয়ে খুশির আমেজ দেখা দিয়েছিল সমর্থকদের…

Hugo Boumous

শেষ ফুটবল মরশুমে স্প্যানিশ কোচ হুয়ান ফেরেন্দোর হাত ধরে ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। যা নিয়ে খুশির আমেজ দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। কিন্তু নতুন আইএসএল মরশুম বর্তমানে যথেষ্ট চাপে ফেলে দিয়েছে সবুজ-মেরুন ব্রিগেডকে। পাঞ্জাব এফসিকে হারিয়ে অভিযান শুরু হলেও গত ওডিশা ম্যাচ থেকেই ছন্দ হারাতে শুরু করে দল।

পরবর্তীতে গ্রেগ স্টুয়ার্টদের মুম্বাই সিটি এফসি থেকে শুরু করে মানালো মার্কেজের এফসি গোয়া হোক কিংবা আদ্রিয়ান লুনার কেরালা ব্লাস্টার্স। একের পর এক ম্যাচে হার। বলতে গেলে আইএসএলের মঞ্চে পরাজয়ের নয়া রেকর্ড গড়েছে মেরিনার্সরা। যা নিয়ে রীতিমতো ক্ষোভের আগুন দেখা দিয়েছে সমর্থকদের মধ্যে। যার দরুন কয়েকদিন আগেই ছাঁটাই করা হয় হুয়ান ফেরেন্দোকে।

দলের নতুন কোচ হিসেবে যুক্ত করা হয় মোহনবাগান সুপারজায়ান্টস দলের টেকনিক্যাল ডিরেক্টর আন্তোনিও লোপেজ হাবাসকে। বলতে গেলে নয়া কোচের অবর্তমানে দলের দায়িত্ব সামলাবেন এই স্প্যানিশ কোচ। তবে এই দলের হয়ে হাবাসের দায়িত্ব গ্রহণ কোন নতুন বিষয় নয়। পূর্বেও এটিকে থেকে শুরু করে এটিকে মোহনবাগান দলের দায়িত্ব সামলেছেন তিনি।

তার হাত ধরে বহু উত্থান পতনের সাক্ষী রেখেছে কলকাতারই ফুটবল দল। দল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও হয়েছে একাধিকবার। সেজন্য, সবদিক বিচার বিবেচনা করেই এই বিপদের দিনে হাবাসের উপরই ভরসা রেখেছে ম্যানেজমেন্ট। সবদিক মাথায় রেখেই এবারেরই এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে ফুটবলার নির্বাচন করবে সবুজ-মেরুন।

সেইমতো তালিকা ও নির্মাণ করা হয়েছে মোহনবাগানের তরফ থেকে। যেখানে ব্যাপকভাবে প্রাধান্য পেয়েছে হাবাসের পছন্দ। সেই অনুযায়ী হায়দ্রাবাদ এফ সির তরুণ ডিফেন্ডার চিংলেসানা সিংকে দলে টানতে মরিয়া পালতোলা নৌকা। এছাড়াও উঠে এসেছে একাধিক বিদেশি ফুটবলারদের নাম। যাদের মধ্যে রয়েছেন ফরওয়ার্ড লাইন থেকে শুরু করে মাঝমাঠের একাধিক হাইপ্রোফাইল তারকা। যার দরুন এবার হয়তো দল থেকে ছাঁটাই হতে পারেন মরোক্কান তারকা হুগো বুমোস। হ্যাঁ ঠিকই শুনছেন। তবে এখনো পর্যন্ত এই নিয়ে কোন কিছু চূড়ান্ত না হলেও অন্দরমহল থেকে উঠে আসছে এমনই তথ্য।

বিশেষজ্ঞদের মতে, হাবাসের পরিকল্পনা অনুযায়ী অনেকটাই নাকি বেমানান বুমোস। এটি সত্যি হলে, মোহনবাগান দলকে বিদায় জানানোর সময় হয়তো এসে গিয়েছে মরক্কোর এই দাপুটে ফুটবলারের। তবে আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে গোটা বিষয়টি।