AFC কাপের ম্যাচে অনিশ্চিত বাগানের তিন ফুটবলার

কার্যত মিনি হাসপাতালে পরিণত হয়েছে মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। একের পর এক চোট পাওয়ার ঘটনা লেগেই রয়েছে ক্লাবে। এশিয়ান প্রতিযোগিতায় (AFC Cup) ডু…

Mohun Bagan's Special Pre-Match Practice

কার্যত মিনি হাসপাতালে পরিণত হয়েছে মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। একের পর এক চোট পাওয়ার ঘটনা লেগেই রয়েছে ক্লাবে। এশিয়ান প্রতিযোগিতায় (AFC Cup) ডু অর ডাই ম্যাচের সেই যথারীতি একই পরিস্থিতি।

আগামীকাল মোহন বাগান সুপার জায়ান্টের AFC কাপের ম্যাচ রয়েছে। পরের পর্বে যেতে হলে এই ম্যাচে বাগানকে জিততেই হবে। প্রতিপক্ষ ওড়িশা এফসি। ওড়িশা এফসিকে মরসুমের শুরুর দিকে নড়বড়ে দেখালেও এখন নিজেদের গুছিয়ে নিয়েছে সার্জিও লোবেরার দল। আগে ওড়িশা এফসিকে হেলায় হারিয়েছে বাগান। সেই ওড়িশা এফসি এখন অনেক বদলে গিয়েছে। ফলত আগামীকালের ম্যাচ কলকাতার ক্লাবের কঠিন হতে চলেছে।

মরণ বাঁচন এই ম্যাচে নামার আগে সবুজ মেরুন শিবিরে একাধিক চোট সমস্যা। প্রথম একাদশের দুই ফুটবলার আনোয়ার আলি ও আশিক কুরুনিয়ন আগেই ছিটকে গিয়েছেন মরসুম থেকে। এবার আসন্ন এই ম্যাচে অনিশ্চিত প্রথম দলের তিন ফুটবলার। তিনজনেই মোহন বাগান সুপার জায়ান্টের হেড কোচ হুয়ান ফেরান্ডোর পছন্দের খেলোয়াড়।

সম্প্রতি পাওয়া আপডেট অনুযায়ী দিমি পেত্রাতস, অনীরুধ থাপা ও মনভির সিংকে নিয়ে অনিশ্চয়তা রয়েছে। অস্ট্রেলিয়ান তারকাকে অনুশীলনের সময় লাগে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গিয়েছে। বাকি দুই ফুটবলার ভারতের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছেন বলে অনুমান করা হচ্ছে।