East Bengal: ইংরেজ ফুটবলারের লাল-হলুদ শিবিরে যোগদানের সম্ভাবনা বাড়ল

ইদানিং ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengal) সাথে নাম জড়িয়েছিলো পিটার হার্টলের (Peter Hartley)। এই হার্টলে চলতি ইন্ডিয়ান সুপার লিগ শুরুর আগে ইস্টবেঙ্গল কে খানিকটা ব‍্যঙ্গ করে বলেছিলেন খাতায় কলমে খেলা হয়না,খেলাটা হয় মাঠে।

Peter Hartley

ইদানিং ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengal) সাথে নাম জড়িয়েছিলো পিটার হার্টলের (Peter Hartley)। এই হার্টলে চলতি ইন্ডিয়ান সুপার লিগ শুরুর আগে ইস্টবেঙ্গল কে খানিকটা ব‍্যঙ্গ করে বলেছিলেন খাতায় কলমে খেলা হয়না,খেলাটা হয় মাঠে।

এরপর কেটে গেছে অনেকটা সময়।হার্টলের চলতি মরশুমে আইএসএলে খেলার অভিজ্ঞতা একেবারেই ভালো নয়,নিজের নামের প্রতি সুবিচার করতে না পারায় তাকে ছেড়ে দেয় জামশেদপুর এফসি।পরবর্তী সময়ে হার্টলের সাথে কথাবার্তা অনেকটা এগোয় ইস্টবেঙ্গলের।এবং ক্লাবের বর্তমান যা পরিস্থিতি, সেই অনুযায়ী কিরিয়াকু যদি চোট সমস্যা কাটিয়ে উঠতে পারে,তাহলে তিনি থেকে যাবেন লাল হলুদ শিবিরে, আর যদি তিনি চোট যদি সারাতে না পারেন তাহলে পিটার হার্টলৈ কে নিতে পারে ইস্টবেঙ্গল।অর্থাৎ হার্টলের ইস্টবেঙ্গলে যোগদান করার বিষয় কোনও কনফার্মেশন নেই এখনও অবধি।

peter hartley

সম্প্রতি পিটার হার্টলে ইস্টবেঙ্গলের নয়া বিদেশি জাক জারভিসকে নিয়ে নিজের ব‍্যক্তিগত মতামত প্রদান করেছিলেন,তিনি বলেছিলেন, অত‍্যন্ত ভালো মানের ফুটবলার এই জ‍্যাক জারভিস।হার্টলে ভীষণ আশাবাদী তিনি ভালো খেলবেন লাল হলুদের জার্সি গায়ে।আচমকা ইস্টবেঙ্গলের একজন ফুটবলারকে হার্টলের এই শুভেচ্ছা জানানো নিয়ে ভীষণ জল্পনা শুরু হয়েছে লাল হলুদ শিবিরে।অর্থাৎ এখনই হার্টলের ইস্টবেঙ্গলে শিবিরে যোগদান করার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না পুরোপুরি।