Mohun Bagan: আসন্ন সুপার কাপে অনিশ্চিত এই দুই মোহনবাগান তারকা ফুটবলার

ATK Mohun Bagan vs Hyderabad FC football match

এই ফুটবল মরশুমে দারুন ছন্দে রয়েছে এটিকে মোহনবাগান (Mohun Bagan)। প্রথমে দলের মধ্যে কিছুটা সমস্যা দেখা দিলেও ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে হুয়ান ফেরেন্দো ব্রিগেড। টুর্নামেন্টের প্রথম লেগের শেষে যাদের নক আউট খেলা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। দ্বিতীয় লেগের কেরালা ম্যাচের পর থেকে তারাই আইএসএলের দাবিদার।

ঠিক তেমনটাই হল শেষ পর্যন্ত। মরশুম জুড়ে স্ট্রাইকারের সমস্যায় থাকা এই সবুজ-মেরুন ব্রিগেড ই এবারের আইএসএল চ্যাম্পিয়ন। তারা হারিয়েছে হায়দরাবাদ ও বেঙ্গালুরুর মতো শক্তিশালী দল গুলিকে। এবার সুপার কাপ মতো টুর্নামেন্ট কেই পাখির চোখ করে এগোতে মরিয়া বাগানের হেডস্যার। তাছাড়া এবারের ই আইএসএল শেষ হওয়ার পর আসন্ন সুপার কাপ টুর্নামেন্টে ও সকলের ফেভারিট এই এটিকে মোহনবাগান। কিন্তু প্রশ্ন হল দল গঠন নিয়ে।

   

চলতি মরশুমের শুরু থেকেই একজন দক্ষ স্ট্রাইকারের অভাবে ভুগেছে সবুজ-মেরুন শিবির। অনেক নিশ্চিত জয় পাওয়া ম্যাচে ও পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে তাদের। সেজন্য আগামী মরশুমের কথা মাথায় রেখে এখন থেকেই দক্ষ ফরোয়ার্ড খোঁজা শুরু করেছে এটিকে মোহনবাগান। অন্যদিকে ডিফেন্সে ও দেখা দিয়েছে সমস্যা। চোটের কারনে আইএসএলের মাঝপথেই ফিনল্যান্ডে ফিরে যেতে হয়েছিল জনি কাউকো কে। তবে ফাইনাল ম্যাচে দল কে সমর্থনের জন্য তাঁকে ফিনল্যান্ড থেকে ফিরিয়ে আনা হয়েছিল ম্যানেজমেন্টের তরফে। কিন্তু এখনো মাঠে নামতে সক্ষম নন জনি। মনে করা হচ্ছে, আগামী নভেম্বর মাসের আগে দলের সঙ্গে তাকে মাঠে নামানো কার্যত অসম্ভব। যারফলে, সুপার কাপে তাকে পাচ্ছে না মোহনবাগান।

সেইসাথে চোটের জন্য দলের বাইরে চলে যেতে হয়েছিল তারকা ডিফেন্ডার তিরি কে। তবে বর্তমানে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন এই ফুটবলার। তাহলে কি সুপার কাপে ফিরছেন তিরি? এখনো পর্যন্ত তার উত্তর মেলেনি। তবে তিরি কে প্রথম একাদশে রাখতে হলে দল থেকে বাদ দিতে হবে এক সেন্ট্রাল ডিফেন্ডার কে। কিন্তু এই সাজানো দল থেকে কাকে ছেঁটে ফেলবেন ফেরেন্দো? অনেকেই মনে করছেন তিরি কে ফেরানো হলে দল থেকে বাদ পড়তে পারেন ব্রান্ডন হ্যামিল। এতো বড় ঝুঁকি কোচ নেবেন কিনা সেটাই দেখার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন