East Bengal: কোচের সমস্ত শর্ত মানতে রাজি লাল-হলুদ, তাহলে কি নিশ্চিত লোবেরা?

টানা তিনটে বছর আইএসএলে ধরাশায়ী পারফরম্যান্স ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) শিবিরের। যা দেখে ক্রমশ ক্ষোভে ফুঁসছে সমর্থকরা। এই পরিস্থিতিতে আসন্ন সুপার কাপের আগেই আগামী মরশুমের জন্য দল গোছানোর কাজ শুরু করেছে কর্তারা।

Sergio Lobera, Football Manager

টানা তিনটে বছর আইএসএলে ধরাশায়ী পারফরম্যান্স ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) শিবিরের। যা দেখে ক্রমশ ক্ষোভে ফুঁসছে সমর্থকরা। এই পরিস্থিতিতে আসন্ন সুপার কাপের আগেই আগামী মরশুমের জন্য দল গোছানোর কাজ শুরু করেছে কর্তারা। এই মর্মে দলের লগ্নিকারী সংস্থার সঙ্গে একটি বোর্ড মিটিংয়ের পাশাপাশি দুটি ওয়ার্কিং কমিটির মিটিং ও করেছেন ক্লাব কর্তারা।

তাতে বেড়িয়ে আসেনি কোনো সমাধান সূত্র। তবে গত ২৩ মার্চ বোর্ড মিটিংয়ের পর জানানো হয়েছিল যে আগামী মরশুমে ইস্টবেঙ্গলের জন্য আনা হবে নতুন কোচ। তখন সেই কোচের নাম ঘোষণা না করা হলেও বলা হয়েছিল আগামী ১৫ দিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে নাম। তবে এখনো পর্যন্ত সেই নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসলেও, মনে করা হচ্ছে আগামী সপ্তাহের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু।

তবে লাল-হলুদের নতুন কোচের প্রসঙ্গে গত কয়েকদিন ধরেই বিভিন্ন মাধ্যমের তরফে উঠে আসছে একাধিক নাম। যাদের মধ্যে রয়েছেন সার্জিও লোবেরা, কার্লোস কুয়াদ্রাত, ও লোপেজ হাবাস। এছাড়াও ওডিশা এফসির প্রাক্তন কোচ জোসেফ গাম্বাউয়ের সঙ্গে ও নাকি যোগাযোগ রাখছেন ইমামি কর্তারা। কিন্তু স্টিফেন কনস্ট্যানটাইনের পর কে হতে পারেন দলের নতুন কোচ? বিভিন্ন সূত্র বলছে, এক্ষেত্রে নাকি অনেকটাই এগিয়ে সার্জিও লোবেরা। যিনি পূর্বে মুম্বাই সিটি এফসি দলের দায়িত্ব সামলানোর পাশাপাশি তাদের আইএসএল চ্যাম্পিয়ন ও করেছিলেন। তবে বর্তমানে চিনের সিচুয়ান এফসির হয়ে কোচিং করাচ্ছেন তিনি। কিন্তু ইস্টবেঙ্গলের অফার পেতেই না ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন লোবেরা।

তবে সিটি গ্রুপের সাথে বহুদিন কাজের সুবাদে কিছুদিন আগেই তাদের সমস্ত ক্লজ গুলি খতিয়ে দেখার সময় চেয়েছিলেন তিনি। আজ বিশেষ সূত্র অনুযায়ী জানা গিয়েছে, তার বর্তমান ক্লাব সিচুয়ান জিউনিস থেকে নাকি এনওসি দেওয়ার ব্যাপারে মৌখিকভাবে নিশ্চয়তা দেওয়া হয়েছে। যারফলে, কিছুদিন পরেই হয়ত সেই ক্লাবের সমস্ত দায়িত্ব থেকে মুক্ত হতে পারবেন তিনি।

অপরদিকে ইস্টবেঙ্গলের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে যে সমস্ত শর্ত দিয়েছিলেন লোবেরা, তা ও নাকি পালন করার ইঙ্গিত মিলেছে ইমামি কর্তাদের তরফ থেকে।বলাই যায়, লাল-হলুদের কোচ হওয়ার দৌড়ে একেবারে অনেকটাই এগিয়ে এই স্প্যানিশ কোচ। তাই সব ঠিকঠাক থাকলে আগামী মরশুমের জন্য কলকাতায় আসতেই পারেন লোবেরা।