ACL ম্যাচে অনিশ্চিত ভারতের তারকা ফুটবলার

Phurba Lepcha

ইন্ডিয়ান সুপার লীগের পাশাপাশি ভারতের একাধিক ক্লাবকে খেলতে হচ্ছে এশিয়ান প্রতিযোগিতার ম্যাচ। চ্যাম্পিয়ন্স লীগে কঠিন গ্রুপে মুম্বই সিটি এফসি। পরের পর্বে যাওয়ার সম্ভাবনা তাদের কম। আগামী দিনে নেইমারের আল হিলারের বিরুদ্ধে খেলবে ভারতের অন্যতম শক্তিশালী ক্লাব। তার আগে আগামী তাদের ম্যাচ রয়েছে নভবহরের বিরুদ্ধে।

ভালো খেললে এই দলটির বিরুদ্ধে পয়েন্ট পাওয়ার সম্ভবনা রয়েছে মুম্বইয়ের সামনে। তবে তার আগে অনিশ্চিত এক তারকা ফুটবলার। নভবহরের বিরুদ্ধে খেলতে উজবেকিস্তান যাবে মুম্বই সিটি এফসি, অ্যাওয়ে ম্যাচ। নভবহর যথেষ্ট শক্তিশালী দল। তাদের বিরুদ্ধে অনিশ্চিত মুম্বই সিটি এফসির গোলকিপার পূর্বা লেপচা। পূর্বা ইন্ডিয়ান সুপার লীগের ম্যাচেও অনিশ্চিত হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে।

   

১৮ সেপ্টেম্বর ACL এর গত ম্যাচে খেলেছিলেন মুম্বই সিটি এফসি দলের নির্ভরযোগ্য এই গোলকিপার। পূর্বা চেষ্টা করলেও নাসাজির বিরুদ্ধে ০-২ গোল পরাজিত হয়েছিল মুম্বই সিটি এফসি। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলার পর রবিবার তাদের আইএসএল ম্যাচ, কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। এই ম্যাচেও অনিশ্চিত পূর্বা লেপচা। নেইমারের দল আল হিলালের বিরুদ্ধে মুম্বই ঘরের মাঠে খেলবে আগামী ২৩ অক্টোবর।

ইন্ডিয়ান সুপার লীগের শুরুটা প্রত্যাশা মতো হয়নি ভারতের বাণিজ্য নগরীর ক্লাবটির। একটি জয় এবং একটি ড্র নিয়ে ইন্ডিয়ান সুপার লীগ ক্রম তালিকার চতুর্থ স্থানে রয়েছে মুম্বই সিটি এফসি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন