Mohun Bagan: প্রশ্নের মুখে মোহনবাগানের তিন মূর্তির ভবিষ্যৎ

জোর কদমে দল গঠনের কাজ চালাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। ইতিমধ্যে বেশ কয়েকজন নামী দেশি, বিদেশি ফুটবলারকে দলে নেওয়া হয়েছে। আগামী দিনে হতে পারে আরও সই।

Mohun Bagan's Manvir Singh, Ashique Kuruniyan, and Liston Colaco

জোর কদমে দল গঠনের কাজ চালাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। ইতিমধ্যে বেশ কয়েকজন নামী দেশি, বিদেশি ফুটবলারকে দলে নেওয়া হয়েছে। আগামী দিনে হতে পারে আরও সই। এই পরিস্থিতিতে প্রশ্ন থাকছে দলের সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে। এবং যারা গতবার স্কোয়াডে ছিলেন তাদের অনেকেই প্রশ্নের সম্মুখীন বলে মনে করছে ফুটবল প্রেমীদের একাংশ।

গত মরসুমে এটিকে মোহন বাগান কোনো পজিটিভ স্ট্রাইকারকে ছাড়াই দল সাজিয়েছিল। প্রথম একাদশে আক্রমণ গড়ার ক্ষেত্রে ভারতীয় ফুটবলারদের মধ্যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন মনভীর সিং, আশিক কুরুনিয়ান এবং লিষ্টন কোলাসো। তিন তিন ফুটবলারকে ঘুরিয়ে ফিরিয়ে মাঠে ব্যবহার করেছিলন এটিকে মোহন বাগান কোচ হুয়ান ফেরান্ড। মনভীর, লিষ্টন এর আগের মরসুমেও সবুজ মেরুন জার্সি পরে দলকে নির্ভরতা যুগিয়েছিলেন। আশিক কুরুনিয়ান ছিলেন বাগানের নতুন রিক্রুট।

মোহন বাগান সুপার জায়ান্ট ইতিমধ্যে বিদেশি কোটায় সই করিয়েছে সাদিকু এবং কামিংসকে। এছাড়া গতবারের মতো এবারেও আক্রমণভাগের দায়িত্বে থাকবেন দিমি পেট্রাটস। এই তিন ফুটবলারই আক্রমণভাগের। গত মরসুমে দিমিকে কেন্দ্রে রেখে মনভীর, লিষ্টন এবং আশিককে ঘুরিয়ে ফিরিয়ে কাজে লাগিয়েছিলেন বাগানের স্প্যানিশ কোচ। এবার ইতিমধ্যে আক্রমণভাগে তিনজন ফুটবলার রয়েছে।

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে পারে, তাহলে দলে তিন ভারতীয় ফুটবলারের ভূমিকা কী হতে চলেছে? লিষ্টনকে নিয়ে ধোঁয়াশা রয়েছে। নতুন সিজন মোহন বাগানের হয়ে তিনি আদৌ খেলবেন কি না সেটা এখনও নিশ্চিত নয়। দল বদলের প্রবল সম্ভাবনা রয়েছে বলে শোনা যাচ্ছে। তিনি না থাকলে বাকি রইলেন দুজন – আশিক, মনভীর। নজরে থাকবে সবুজ মেরুন কোচের পরিকল্পনা। কাকে কীভাবে কাজে লাগান সে দিকে চোখ রাখবেন ফুটবল প্রেমীরা৷