UEFA Nations League: ৫ গোল দিয়ে নেশনস লিগ অভিযান শুরু জার্মানির

জয় দিয়ে নেশনস লিগ ২০২৪ (UEFA Nations League) অভিযান শুরু করল জার্মানি। হাঙ্গেরির বিরুদ্ধে ৫-০ গোলে (Germany vs Hungary) জিতল প্রাক্তন বিশ্বকাপজয়ী দেশ। নিজে গোল…

Germany Dominates Hungary with 5-0 Victory in Full-Time

জয় দিয়ে নেশনস লিগ ২০২৪ (UEFA Nations League) অভিযান শুরু করল জার্মানি। হাঙ্গেরির বিরুদ্ধে ৫-০ গোলে (Germany vs Hungary) জিতল প্রাক্তন বিশ্বকাপজয়ী দেশ। নিজে গোল করলেন ও করালেন জামাল মুশিয়ালা।

দুসেলদর্ফে হাঙ্গেরির মুখোমুখি হয়েছিল জার্মানি। ইউরো কাপের পর এবারের নেশনস লিগও একই গ্ৰুপে রয়েছে দুই দল। গত ১৯ জুন ইউরোর ম্যাচে হাঙ্গেরিকে ২-০ গোলে হারিয়েছিল জার্মানি। এবার জয় এল আরও বড় ব্যবধানে। হাঙ্গেরির বিরুদ্ধে দুই ম্যাচেই গোল পেলেন জামাল মুশিয়ালা।
ইউরো কাপে শুরুটা ভাল করেও ছিটকে যেতে হয়েছিল জার্মানিকে। কোয়ার্টার ফাইনালে উঠে হার মানতে হয়েছিল স্পেনের বিরুদ্ধে। জুলিয়ান নাগেলসম্যানের জার্মানির কাছে নেশনস লিগ নিজেদের প্রমাণ করার মঞ্চ। ক্লাব ফুটবলে একাধিক ফুটবলার নিজেদের চেনাতে শুরু করেছেন। জার্মানির জাতীয় দলে এখন তারুণ্যের ছড়াছড়ি।

   

এদিনের ম্যাচে বারবার নজর কাড়লেন মুশিয়ালা ও ফ্লোরিয়ান রিৎজ। আগামী দিনের দুই তারকার যুগলবন্দী কাঁপিয়ে দিয়েছিল হাঙ্গেরির রক্ষণভাগকে। জামাল নিজে একটি গোল করার পাশাপাশি করলেন তিনটি অ্যাসিস্ট। জামালের গোলের পিছনে আবার অনদান রেখেছেন রিৎজ।

বিরতির আগে ১-০ গোলে এগিয়ে ছিল জার্মানি। নিকলাস ফুলক্রুগের (২৭ মিনিট) গোল লিড পেয়ে গিয়েছিল দল। বিরতির পর আরও চার গোল। দ্বিতীয়ার্ধতে গোল করলেন যথাক্রমে মুশিয়ালা (৫৭ মিনিট), রিৎজ (৬৬ মিনিট), আলকেসান্দার পাভলোভিক (৭৭ মিমিট) ও কাই হ্যাভার্তজ (৮১ মিনিট, পেনাল্টি)। জামাল মুশিয়ালার অ্যাসিস্ট থেকে গোল করেছেন ফুলক্রুগ, রিৎজ ও পাভলোভিক।