UCL: মেসির বিরুদ্ধে গর্জে উঠল পিসিজি সমর্থকেরা

Messi PSG

চ্যাম্পিয়ন্স লিগে (UCL) রিয়্যাল মাদ্রিদের কাছে লজ্জাজনকভাবে হেরেছে প্যারিস সাঁ জাঁ (পিসিজি)। এরপরেই লিও মেসি ও পিএসজি প্রধান নাসের আল-খেলাইফির ওপর ক্ষোভ উগড়ে দিয়েছেন সমর্থকরা। পিসিএজি-র সমর্থকেরা ক্লাবের ট্রেনিং গ্রাউন্ডের বিভিন্ন জায়গায় লিখেছেন, “এবার ক্লাব ছাড়ুক মেসি”। এমনকি পিএসজি প্রধান নাসের আল-খেলাইফির পদত্য়াগও দাবি করছেন তাঁরা। এমনটাই দাবি রিপোর্ট ব্রিটিশ দৈনিক ডেইল মেইলের। 

লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপেদের জন্য শয়ে শয়ে কোটি টাকা খরচ করেছে পিসিজি। গত রবিবার প্যারিস সাঁ জাঁ লিগ ওয়ানের ম্য়াচে বর্দোর মুখোমুখি হয়েছিল। এমবাপে ও নেইমারদের গোলে প্যারিস ঘরের মাঠ পার্স ডে প্রিন্সেসে ৩-০ গোলে জেতে। লিগ টেবিলে নিজেদের এক নম্বর আসন ধরে রেখেছে প্যারিস। কিন্তু ক্লাবের সমর্থকরা এই জয়ের দিনেও মেসি-নেইমারদের রীতিমতো বিদ্রুপ করেছেন মাঠে। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের জন্য মেসি-নেইমারদের দোষী মানছেন তাঁরা। 

   

গত মরশুমে বার্সেলোনার ছেড়ে পিসিজি-তে আসেন মেসি। পিএসজি-র সাথে আনুষ্ঠানিকভাবে দু বছরের চুক্তি হয়েছে মেসির। যদিও সেই মেয়াদ আরও ১ বছর বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে তাঁর কাছে। ফুটবলপ্রেমীদের মতে, বার্সা ছাড়ার পর মেসি যেন নিজের ছায়া হয়ে বিচরণ করছেন ফুটবলে। সেই পুরনো মেসিকে আর পাওয়া যাচ্ছে না।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন