একদিকে যখন উবের কাপের (Uber Cup) আসরে দারুণ সফলতা পেয়েছে ভারতীয় পুরুষ দল,ঠিক তেমনই আমেরিকা’কে ৪-১ ব্যবধানে হারিয়ে উবের কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলো ভারতের মহিলা দল।এদিন ব্যাঙ্ককে গ্রুপ ডি’র এই টাই জিতে নক আউটে স্থান নিশ্চিত করলো ভারতীয় মহিলা দল।
এদিন ভারতের তরফে দাপুটে পারফরম্যান্স দিয়েছেন পিভি সিন্ধু। জেনি গাই’কে হারিয়ে জয়ের মধ্যে দিয়ে টাইয়ের শুরুয়াত হয়।জেনি’কে ২১-১০, ২১-১১ ফলাফলে হারিয়ে ভারত’কে ১-০ ব্যবধানে এগিয়ে দেন সিন্ধু।
অন্য টাইতে ডাবলসে ফ্রান্সেসকা করবেট এবং অ্যালিসন লি জুঁটি’কে ২১-১৯,২১-১০ হারিয়ে দেয় ভারতের তানিয়া ক্রাস্টো-টেরেসা জলি জুটি।ভারতের তরফে ৩-০ করেন আকাশি কাশ্যপ , এস্তার শি’কে ২১-১৮, ২১-১১ ফলাফলে হারিয়ে।নিশ্চিত হয় ভারতের কোয়ার্টার ফাইনালে স্থান।যদিও এর পরের ম্যাচে সিমরান সিংঘি এবং ঋতিকা ঠাক্কার ১২-২১, ২১-১৭, ১৩-২১ ব্যবধানে হারে লরেন ল্যাম এবং ট্যাং লি জুটির বিরুদ্ধে।শেষ ম্যাচে নাতালি চি’কে ২১-১৮, ২১-১৩ ফলাফলে হারায় অস্মিতা চালিহা।ভারত নিশ্চিত করে শেষ আটে স্থান।