U-19 World Cup: ভারত, পাকিস্তান দুই দলই জয় পেল প্রথম ম্যাচে

শুক্রবার থেকে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৪ (U-19 World Cup)। শনিবার থেকে অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে জয় পায় ভারতের যুব…

India overcome an ordinary start to secure a comprehensive win over Bangladesh

শুক্রবার থেকে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৪ (U-19 World Cup)। শনিবার থেকে অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে জয় পায় ভারতের যুব দল। এই ম্যাচে প্রথমে ব্যাট করা টিম ইন্ডিয়া ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৬৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ দল। ফলে ৮৪ রানে ম্যাচ জিতে নেয় ভারত। অন্য দিকে আফগানিস্তানের বিপক্ষে বিশাল জয় দিয়ে শুরু করেছে পাকিস্তান।

ভারতের হয়ে প্রথমে ব্যাট করে ওপেনার আদর্শ সিং ৭৬ রানের চমৎকার ইনিংস খেলেন। অধিনায়ক উদয় সাহারানকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন তিনি। ভারত অধিনায়কও ৬৪ রান করেন। এরপর ২৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সৌম্য পান্ডের বোলিংয়ের মুখোমুখি হতে হয় বাংলাদেশ দলকে। ৯.৫ ওভারে ১ মেডেনে ৪ উইকেট ও ২৪ রানের স্পেল সৌম্যর নামে। এছাড়া মুশির খান পেয়েছেন ২টি সাফল্য।

   

পাকিস্তানও শনিবার অভিযান শুরু করেছে। প্রথম ম্যাচে আফগানিস্তানকে খুব সহজে হারিয়েছে পাকিস্তান। ওপেনার শাহজাইব খানের দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে ২৮৪ রান করে পাকিস্তান দল। জবাবে মাত্র ১০৩ রানে গুটিয়ে যায় আফগান দল। ১৮১ রানের বিশাল জয় পায় পাকিস্তান।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৪ টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে ভারত এবং গ্রুপ ডি-তে রয়েছে পাকিস্তান। পাকিস্তান এখন তাদের পরবর্তী ম্যাচ ২৪ জানুয়ারি নেপালের বিপক্ষে খেলবে। ২৫ জানুয়ারি আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ ভারতীয় দলের। বর্তমানে ‘এ’ গ্রুপে ভারত দ্বিতীয় স্থানে থাকলেও ‘ডি’ গ্রুপে শীর্ষে রয়েছে পাকিস্তান।