East Bengal: সাদা-কালোর দাপট, ডার্বি জয়ের পরের দিন জোর ধাক্কা লাল-হলুদে

ডুরান্ড কাপ ফাইনালের বদলা এবার কলিঙ্গ সুপার কাপে। গত শুক্রবার বিকেলে ওডিশার বুকে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) দলের অনবদ্য পারফরম্যান্সের সাক্ষী থেকেছে সকলে। তারা পরাজিত…

East Bengal, Mohammedan SC

ডুরান্ড কাপ ফাইনালের বদলা এবার কলিঙ্গ সুপার কাপে। গত শুক্রবার বিকেলে ওডিশার বুকে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) দলের অনবদ্য পারফরম্যান্সের সাক্ষী থেকেছে সকলে। তারা পরাজিত করেছে হয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস দলকে। এরফলে, চলতি কলিঙ্গ সুপার কাপ থেকে ছিটকে যেতে হয়েছে পালতোলা নৌকা ব্রিগেডকে।

প্রথমদিকে বাগান ফুটবলারদের দাপট থাকলেও পরবর্তীতে সময় কোন সাথে সাথে যথেষ্ট সক্রিয় হয়ে ওঠে ইস্টবেঙ্গল।জাপানি তারকা হেক্টর ইউৎসের করা গোলে মেরিনার্সরা এগিয়ে থাকলেও তার কিছু সময় পরেই গোল করে দলকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা। প্রথমার্ধের শেষে খেলার ফলাফল সমান সমান থাকলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চাপ বাড়াতে শুরু করে ইস্টবেঙ্গল। আরও একটি গোল পান ক্লেটন সিলভা ও একটি মাত্র গোল পান নন্দকুমার শেখর।

   

সেখান থেকে আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি বাগানের। পরবর্তীতে সেই ফলাফল নিয়েই জয়। এবার সেমিফাইনালের লড়াই। প্রতিপক্ষ হিসেবে রয়েছে খালিদ জামিলের জামশেদপুর এফসি। এখন সেদিকেই তাকিয়ে সকলে। তবে তার আগেই গতকাল মহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গলের রিজার্ভ দল। পূর্ব নির্ধারিত সময় শেষে ৫-০ গোলে পরাজিত হতে হয় লাল-হলুদ ব্রিগেডকে।  হ্যাঁ ঠিকই শুনেছেন। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা জানানো হয়েছিল সাদা-কালো ব্রিগেডের তরফ থেকে। সেইমতো আজ খেলতে নেমেছিল দুই দল। সেখানে এবার বিরাট ব্যবধানে জয়ে তুলে নিল ময়দানের এই তৃতীয় প্রধান।

ডেভিড থেকে শুরু করে গোমেজ সহ অন্যান্য বিদেশি ফুটবলারদের দাপট ও ছিল ব্যাপকভাবে। আই লীগের দ্বিতীয় লেগ শুরু করার আগে বাড়তি অক্সিজেন পেল ব্ল্যাক প্যান্থার্সরা। উল্লেখ্য, এবছর অনবদ্য ছন্দে রয়েছে মহামেডান। একের পর এক দলকে পরাজিত করে ক্লিক টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে তারা। এবার সেই পারফরম্যান্স বজায় রাখি ট্রফি ঘরে তুলতে চাইছে রেড রোডের এই ফুটবল ক্লাব।