U-19 T20 World Cup: আমিরশাহীকে উড়িয়ে শীর্ষে ভারতের প্রমীলাবাহিনী

অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে (U-19 T20 World Cup) ভারতের মহিলা দল হারাল সংযুক্ত আরব আমিরশাহীকে। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়েছিল ভারতের মহিলা দল।

richa ghosh

short-samachar

অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে (U-19 T20 World Cup) ভারতের মহিলা দল হারাল সংযুক্ত আরব আমিরশাহীকে। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়েছিল ভারতের মহিলা দল। দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ১২২ রানের জয় ছিনিয়ে নিয়ে গ্রুপ শীর্ষে শেফালি ভার্মারা। সুপার ১২-র‌ দৌড়ে অনেকটাই এগিয়ে রিচা শর্মারা। ওপেনিংয়ে বিধ্বংসী ব্যাটিংয়ে ১২টি চার ও ৪টি ছক্কায় ৩৪ বলে ৭৮ রান করেন অধিনায়ক শেফালি।

   

ভারতের অলরাউন্ড পারফরম্যান্সের সামনে দাঁড়াতেই পারেনি সংযুক্ত আরব আমিরশাহী। টসে জিতে বোলিং করে আরব আমিরশাহী। অধিনায়ক ফিরে যাওয়ার পর ভারতীয় ব্যাটিংয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করেন বঙ্গ তনয়া রিচা ঘোষ। ২৯ বলে ৪৯ রান করে অর্ধ শতরান হাতছাড়া করেন রিচা। ওপেনার শ্বেতা শেরাওয়াত ৪৯ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন।

নির্ধারিত ২০ ওভারের শেষে ২১৯ রান করে ভার‍ত। কৃপণ বোলিং করেন তিতাস-পার্শবীরা। কুড়ি ওভার ব্যাট করে আরব ব্যাটাররা ৯৭ রানে আটকে যান। বিপক্ষের পাঁচটি উইকেট তুলে নেন ভারতীয় বোলাররা। পরের ম্যাচে শেফালিদের প্রতিপক্ষ স্কটল্যান্ড।