Hardik Singh: হ্যামস্ট্রিংয়ে চোট!‌ বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন হার্দিক

হকি বিশ্বকাপে বড় ধাক্কা ভারতীয় দলে। চোটের কারণে প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন হার্দিক সিং (Hardik Singh)। হ্যামস্ট্রিংয়ে চোট।

Hardik Singh

হকি বিশ্বকাপে (Hockey World Cup) বড় ধাক্কা ভারতীয় দলে। চোটের কারণে প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন হার্দিক সিং (Hardik Singh)। হ্যামস্ট্রিংয়ে চোট। পুলে শেষ ম্যাচে ওয়েলসের বিরুদ্ধে খেলতে পারবেন না অ্যাটাকিং মিডফিল্ডার। হার্দিকের বদলি হিসেবে দলে ঢুকতে পারেন রাজকুমার পাল।

স্পেনের বিরুদ্ধে ২-০ ব্যবধানে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল মনপ্রীত, হরমনপ্রীতরদের ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে অনেক গোলের সুযোগ নষ্ট করার জন্য গোলশূন্য ড্র করেই সন্তুষ্ট ভারতীয় হকি দল। ভারতের সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর পথ আরও কঠিন। ভারতের গ্রুপে রয়েছে স্পেন, ইংল্যান্ড এবং ওয়েলস। ২ ম্যাচে ভারতের সংগ্রহ ৪ পয়েন্ট। ভারতের শেষ ম্যাচ ওয়েলসের বিরুদ্ধে ১৯ জানুয়ারি।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

এর আগে ইংল্যান্ডের গোলশূন্য ড্র হয়। রুদ্ধশ্বাস ম্যাচে ১২টি পেনাল্টি কর্নার পেয়েও কোনও দল গোল করতে পারেনি। বিশ্বের পাঁচ নম্বর দলের বিরুদ্ধে গোলের একাধিক সুযোগ কাজে লাগাতে পারেনি হরমনপ্রীতের দল। প্রথম পাঁচ মিনিট আধিপত্য ছিল হার্দিক মনপ্রীতদের। একাধিক নিশ্চিত গোল বাঁচান ইংল্যান্ডের গোলকিপার অলিভার পেন, ম্যাচের সেরাও তিনি। ম্যাচ শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে পেনাল্টি কর্নার পায় থ্রি লায়ন্স। নিকোলাসের ড্রাগফ্লিক পোস্টে লাগে। তৃতীয় কোয়ার্টারে ভারতের গোল বাতিল হয়। যায়। গ্রুপ ডি-তে একনম্বর ইংল্যান্ড। দ্বিতীয় ভারত। ভুবনেশ্বরে ওয়েলসের বিরুদ্ধে হরমনপ্রীতরা খেলবে ১৯ জানুয়ারি ।

ভারতের গ্রুপ স্পেন এবং ইংল্যান্ড ছাড়াও রয়েছে ওয়েলস। গ্রুপের শীর্ষ স্থানে থাকা দলই সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে। ওয়েলসকে ৫ গোলে হারায় ইংল্যান্ড। পয়েন্ট সমান হলেও গোলপার্থক্যে এগিয়ে থাকায় সরাসরি কোয়ার্টার ফাইনালে যাওয়ার রাস্তায় এগিয়ে ইংল্যান্ড। ভারতের শেষ ম্যাচ ওয়েলসের বিরুদ্ধে ১৯ জানুয়ারি। একই দিনে ইংল্যান্ড খেলবে স্পেনের বিরুদ্ধে। ভারত যদি ওয়েলসকে হারালে হবে ৭ পয়েন্ট। ইংল্যান্ড স্পেনকে হারালেও ৭ পয়েন্ট। গোলপার্থক্যে এগিয়ে থাকার সুবাদে ইংল্যান্ড কোয়ার্টারে যাবে। ইংল্যান্ড হেরে গেলে, ভারত ওয়েলসকে হারালেই সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে। শীর্ষ স্থানে না থেকেও কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ ভারতের থাকছে। গ্রুপের দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা দলগুলির দ্বিতীয় রাউন্ডে খেলায় জিতে কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ থাকবে চার দলের।