বিতর্কের কেন্দ্রবিন্দুতে ইস্টবেঙ্গলের (East Bengal) রিজার্ভ দলের দুই ফুটবলার জেসিন টিকে এবং দীপ সাহা। তাদের বিরুদ্ধে খেপ খেলার অভিযোগ উঠেছে।সম্প্রতি একটি ফুটবল প্রতিযোগীতার ফাইনালে ফলতার একটি দলের হয়ে অংশগ্রহণ করেছিলেন এই দুই ফুটবলার।
এই খবর যদিও বেশি সময়ের জন্য চাপা থাকেনি। আর এক্ষেত্রে একটি বিষয় স্পষ্ট গোটা বিষয়টির ক্ষেত্রে ক্লাবকে সম্পূর্ণ অন্ধকারে রেখে এই কাজ করেছে এই দুই ফুটবলার।ইতিমধ্যে ঘটনাটি কানে গেছে ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের। একটি ক্লাবের রিজার্ভ দলের ফুটবলার হওয়া সত্বেও কিভাবে অন্য ক্লাবের হয়ে কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা। এমনটাই প্রশ্ন উঠছে।
ইতিমধ্যে এই দুই ফুটবলারকে সতর্ক করে দেওয়া হয়েছে এব্যাপারে। শোনা যাচ্ছে জেসিন গোটা ঘটনার জন্যে ক্ষমা চেয়ে চিঠি দেবেন লাল হলুদ ম্যানেজমেন্ট কে।এদিকে জেসিন কে সন্তোষ ট্রফির জন্যে ছাড়ছে না লাল হলুদ ম্যানেজমেন্ট।
কেরালা জেসিনকে চাইছিলো তার গতবারের পারফরম্যান্সের জন্যে। গতবার টুর্নামেন্টের সেমিফাইনালে কর্ণাটকের বিরুদ্ধে পাঁচ গোল করেছিলেন জেসিন।এবার আইএসএলের ক্লাব ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের সদস্য তিনি। শোনা গেছে ইস্টবেঙ্গল তাকে ছাড়তে বিশেষ আগ্রহী না থাকায়, ফের কেরালার জার্সি গায়ে সন্তোষ ট্রফিতে খেলতে দেখা যাবেনা তাকে।
জেসিন কে না পেয়ে ভেঙে পড়েছেন কেরালার কোচ পি.বি.রমেশ, তিনি বলেছেন, “জেসিনকে পেলে খুবই ভালো হতো।কিন্তু অত্যন্ত দূর্ভাগ্যের বিষয় যে ওকে আমরা এবার দলে পেলামনা।জেসিন নিজেও ভীষণ আগ্রহী ছিলো দলে যোগ দেওয়ার জন্য।কিন্তু এবার সেটা সম্ভব হলোনা।
অবশ্য এক সপ্তাহ আগে স্পষ্ট হয়ে গেছিলো জেসিন এবার সন্তোষ খেলবেনা।খেলায় গোল করাটাই আসল।আমাদের এখন এই ব্যাপারে উন্নতি করতে হবে।আমাদের যা সামর্থ আছে,সেটা নিয়েই লড়বো।”