East Bengal FC: চোট পেলেন ইস্টবেঙ্গলের আরও ২ ফুটবলার

ইস্টবেঙ্গল (East Bengal FC) সমর্থকদের চিন্তা বাড়ছে। লাল হলুদ শিবির থেকে পাওয়া যাচ্ছে একের পর এক চোট সংবাদ। পাঁচ ফুটবলারের চোট পাওয়ার কথা আগেই শোনা…

East-Bengal-FC East bengla club house

ইস্টবেঙ্গল (East Bengal FC) সমর্থকদের চিন্তা বাড়ছে। লাল হলুদ শিবির থেকে পাওয়া যাচ্ছে একের পর এক চোট সংবাদ। পাঁচ ফুটবলারের চোট পাওয়ার কথা আগেই শোনা গিয়েছিল। চোটের কবলে পড়েছেন নন্দকুমার শেখর।

   

Transfer News: মোহনবাগানে ধীরাজ চূড়ান্ত হওয়ার দিনেই চমক দিল অন্য এক ক্লাব

বুধবার প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। আর্মির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল লাল হলুদ ব্রিগেড। এই ম্যাচেও চোট। জানা গিয়েছে, বল নিয়ে দৌড়ানোর সময় পায়ে চোট পেয়েছিলেন নন্দকুমার শেখর। বাঁ পায়ের গোড়ালিতে চোট লেগেছে বলে জানা গিয়েছে। ফিজিওর কাঁধে ভোর দিয়ে ছাড়তে হয়েছিল মাঠ। আর্মির বিরুদ্ধে এই প্রস্তুতি ম্যাচে চোট পেয়েছিলেন ইস্টবেঙ্গলের আরও এক ফুটবলার। তিনি হিজাজি মাহের। প্রতিপক্ষ দলের ফুটবলারদের সঙ্গে সংঘর্ষে আহত হন ইস্টবেঙ্গলের বিদেশি ফুটবলার। ভেঙে যায় দাঁত। তাঁকেও মাঠ ছাড়তে হয়েছিল।

খাতায় কলমে ইস্টবেঙ্গল এবার বেশ শক্তিশালী দল গঠন করেছে। মাঠে ফলাফল কেমন হয় সেটা বলবে সময়। তার আগে ফুটবলারদের ফিটনেস নিয়ে কাজ করছেন কোচ ও কোচিং স্টাফরা। দলের একাধিক নামী ফুটবলারের ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে। সাউল ক্রেসপোকে নিয়ে প্রশ্ন রয়েছে। অনুশীলনে এসেছেন। কিন্তু এখনও পুরো দমে প্র্যাকটিস করেননি। নিজেকে ফিট করার জন্য চেষ্টা চালাচ্ছেন। কন্ডিসনিং কোচের পর্যবেক্ষণে করছেন রিহ্যাব। স্প্যানিশ মিডফিল্ডার পুরোপুরি কবে ফিট হতে পারবেন সে কথা এখনই বলা মুশকিল।

IND vs SL: ২২ বছরের ক্রিকেটারকে খেলাতে পারেন গম্ভীর! সুযোগ দিতে পারেন আরও একজনকে

ক্লেইটন সিলভাও সম্ভবত পুরোপুরি ফিট নন। অনুশীলনে এলেও নিজেকে মেলে ধরতে পারেননি। একই সঙ্গে নিশু কুমারকে নিয়েও রয়েছে জল্পনা।