Real Kashmir: কাশ্মীরের এই ফুটবলারের দিকে নজর আইএসএলের দুই ক্লাবের

এবারের আইলিগে খুব একটা আহামরি পারফরম্যান্স থাকেনি রিয়াল কাশ্মীর (Real Kashmir) ফুটবল দলের। একটা সময় চূড়ান্ত সাফল্য পাওয়ার দৌড়ে থাকলেও পরবর্তীতে সময় যত এগিয়েছে ততই…

jeremy laldinpuia

এবারের আইলিগে খুব একটা আহামরি পারফরম্যান্স থাকেনি রিয়াল কাশ্মীর (Real Kashmir) ফুটবল দলের। একটা সময় চূড়ান্ত সাফল্য পাওয়ার দৌড়ে থাকলেও পরবর্তীতে সময় যত এগিয়েছে ততই পিছিয়ে পড়েছে দল। শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে নেমে এসেছে এই ফুটবল ক্লাব। এখনো পর্যন্ত ২৩ ম্যাচের শেষে ৪০ পয়েন্ট রয়েছে তাদের ঝুলিতে।

বাকি আরো একটি ফুটবল ম্যাচ। যেটি তাদের খেলতে হবে নামধারী এফসির বিপক্ষে। এই ম্যাচে জয় আসলে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে চলে আসবে কাশ্মীরের এই ফুটবল দল। তারা পিছনে ফেলে দিতে পারবে? কেরালার অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব গোকুলাম কেরালা এফসিকে। তবে সেই জয় আসলেও খুব একটা সুবিধা করা সম্ভব হবে না তাদের পক্ষে।

সেজন্য, এই মরশুমের ব্যর্থতা ভুলে আগামী মরশুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রত্যেকটি ফুটবল ক্লাব। সেক্ষেত্রে দেশীয় ফুটবলারদের পাশাপাশি একাধিক বিদেশি ফুটবলারদের দিকে নজর রয়েছে ক্লাব গুলির। বিশেষ করে আইলিগের একাধিক উঠতি প্রতিভার দিকে নজর রয়েছে মুম্বাই সিটি এফসি থেকে শুরু করে এফসি গোয়া এবং ওডিশা এফসির মতো ক্লাব গুলির। উদাহরণ হিসেবে বলা যেতে পারে লালবিকনিয়ার কথা। এই মরশুমে আইজল এফসির হয়ে খেললেও আগামী মরশমে আইএসএলের কথা মাথায় রেখে তাকে নিতে চাইছে মহামেডান স্পোর্টিং ক্লাব।

তবে তিনি একা নন। বিশেষ সূত্র মারফত যে খবর উঠে আসছে সেই অনুযায়ী, নতুন মরশুমের কথা মাথায় রেখে রিয়াল কাশ্মীর দলের তরুণ প্রতিভা ‌জেরেমি লালদিনপুইয়াকে পেতে চাইছে আইএসএলের একাধিক ফুটবল ক্লাব। যাদের মধ্যে সব থেকে বেশি উঠে আসছে মুম্বাই সিটি এফসির কথা। গত অক্টোবরে মাসে কাশ্মীর ব্রিগেডের সঙ্গে যুক্ত হয়েছিলেন বছর তেইশের এই মিডফিল্ডার। সুযোগ পেতেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন প্রত্যেক সময়। এবার তার দিকেই নজর আইএসএলের ক্লাব গুলির।