Reels করছেন? সাবধান, এই স্থানে রিলস্ ভিডিও শ্যুট করলেই বড় বিপদ ঘনাতে পারে!

মোবাইল যেমন মানুষকে বহু বহু সুবিধা দিয়েছে, তেমনই অনেক অসুবিধার মুখেও ফেলেছে বলাই যায়৷ দিয়েছে অনেক কিছু, আবার কেড়েও নিয়েছে অনেক কিছু৷ আর গোদের ওপর…

Tripura Sundari Temple

মোবাইল যেমন মানুষকে বহু বহু সুবিধা দিয়েছে, তেমনই অনেক অসুবিধার মুখেও ফেলেছে বলাই যায়৷ দিয়েছে অনেক কিছু, আবার কেড়েও নিয়েছে অনেক কিছু৷ আর গোদের ওপর বিষফোঁড়া হয়েছে অহরহ, ৩৬৫ দিন-রাত রিলস্, শর্টস্! পথ-ঘাট-বাড়ি-বাথরুম কিছুই বাদ যাচ্ছে না শ্যুটিং-এ গুঁতোয়৷ সবাইকেই নাকি ভাইরাল হতে হবে৷ কম সময়ে জনপ্রিয় হয়ে উঠতে হবে৷ আর সে সব করতে গিয়ে অনেক সময় সীমাটাও অতিক্রম করা যাচ্ছে অনেকে৷

জানা গিয়েছে, মন্দির চত্বরে রিলস বানালেই শাস্তি হতে পারে, এমনই কড়া পদক্ষেপ নিয়েছে উদয়পুরের ত্রিপুরাসুন্দরী মন্দির৷ মন্দির কর্তৃপক্ষের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যেমন তেমন গানের সঙ্গে মন্দিরের ভিডিও আপলোড করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। মন্দিরের ভিডিও নিয়ে কোনও অশ্লীল গানের রিল তৈরি করা বা ব্যাকগ্রাউন্ডে মন্দিরের গর্ভগৃহের ভিডিও দিয়ে নাচের ভিডিও নিষিদ্ধ করা হয়েছে। কেউ আইন ভঙ্গ করলে তাকে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে বলে জানিয়ে দেওয়া হয়৷

সম্প্রতি এমনই একটি ঘটনায় সংবাদ শিরোনামে উঠে আসে কেদারনাথ৷ এই মন্দির চত্বরে কেউ যদি ভিডিও বা রিলস করেন তাহলে তার বিরুদ্ধে পুলিশ কড়া ব্যবস্থা নেবে বলে জানানো হয়। আর এই মর্মে সতর্কবার্তাও জারি করে উত্তরাখণ্ড পুলিশ।

এছাড়া দিল্লি মেট্রো, রেল-স্টেশন, ভরা বাজার, এমনই বিভিন্ন স্থানে যখন তখন রিলস তৈরির জন্য যেন প্রতিযোগিতা চলছে এমনটাই দেখে মনে হয়, যা সেখানে উপস্থিত অন্যান্যদের জন্য অস্বস্তির কারণও হতে পারে৷ তাই প্রযুক্তিকে আশীর্বাদ স্বরূপ ব্যবহার করা উচিত, অভিশাপ নয়!