AFC প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে ভারতের কোন কোন ক্লাব? জেনে নিন

একটা মরসুম শেষ হয়েছে, নতুন মরসুমের অপেক্ষা। ঘরোয়া টুর্নামেন্ট থেকে শুরু করে ফুটবল প্রেমীরা অপেক্ষা করে রয়েছেন জাতীয় প্রতিযোগিতার জন্য। সেই সঙ্গে রয়েছে এশিয়ান টুর্নামেন্ট।…

AFC

একটা মরসুম শেষ হয়েছে, নতুন মরসুমের অপেক্ষা। ঘরোয়া টুর্নামেন্ট থেকে শুরু করে ফুটবল প্রেমীরা অপেক্ষা করে রয়েছেন জাতীয় প্রতিযোগিতার জন্য। সেই সঙ্গে রয়েছে এশিয়ান টুর্নামেন্ট। এএফসি প্রতিযোগিতার কথা মাথায় রেখে স্কোয়াড তৈরি করতে হবে ভারতের একাধিক দলকে। ২০২৩-২৪ মরসুম শেষে কোন কোন দল খেলতে যাবে এশিয়ান (AFC) প্রতিযোগিতা? চলুন জেনে নেওয়া যাক।

   

Oscar Bruzon: আইএসএল ক্লাবে আসবেন বসুন্ধরা কিংসের কোচ?

ইন্ডিয়ান সুপার লিগের দশম সংস্করণ কিছুদিন আগেই শেষ হয়েছে। মুম্বই সিটি এফসি মোহনবাগান এসজিকে হারিয়ে আইএসএল কাপ জিতেছে। তবে তারা পরের মরসুমে এএফসি প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। কারণ কেবল আইএসএল শিল্ড বিজয়ী এবং সুপার কাপ বিজয়ীরাই এশিয়ার এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পান।

এএফসি চ্যালেঞ্জ লিগ নামে নতুন একটি টুর্নামেন্ট চালু করার ব্যাপারে পদক্ষেপ নিতে পারে এশিয়ান ফুটবল নিয়ামক সংস্থা। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের নাম পরিবর্তন করে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট এবং এএফসি কাপের নাম পরিবর্তন করে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ নামকরণ করা হতে পারে।

Mohun Bagan: কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, ট্রফি জয়ের সুযোগ

২০২৩-২৪ মরসুমে লিগ শিল্ড জয়ী মোহনবাগান সুপার জায়ান্ট আবারও এশিয়ান টুর্নামেন্ট খেলার সুযোগ পাবে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গ্রুপ পর্বে সরাসরি জায়গা করে নিতে পারযে মোহনবাগান সুপার জায়ান্ট। সুপার কাপ জয়ী ইস্টবেঙ্গলও বহু দিন পর আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার সুযোগ পেয়েছে। সুপার কাপ জয় করার ফলে এই সুযোগ পেয়েছে ক্লাব। মোহনবাগানের চিৰপ্ৰতিদ্বন্দী ইস্টবেঙ্গল আগস্ট মাসে হতে চলা প্রিলিমিনারি রাউন্ডে খেলার সুযোগ পাবে। এই পর্বে জিতলে মহাদেশীয় প্রতিযোগিতার মূল পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবে ক্লাব।