আসন্ন ইন্ডিয়ান সুপার লিগ (ISL) মরসুমের আগে গোলরক্ষক করণজিৎ সিং এবং লারা শর্মাকে বিদায় জানিয়েছে ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব কেরালা ব্লাস্টার্স এফসি (Kerala Blasters FC)। ক্লাবকে এবার খুঁজে নিতে হবে নতুন গোলকিপার।
দু’বারের চ্যাম্পিয়ন চেন্নাইয়িন এফসি থেকে ইন্ডিয়ান সুপার লিগ ২০২১/২২ মরসুমের আগে ব্লাস্টার্সে যোগ দিয়েছিলেন অভিজ্ঞ গোলরক্ষক করণজিৎ সিং। কেরালার এই ফ্র্যাঞ্চাইজির হয়ে গত তিন বছরে ৯টি ম্যাচে একটিই ক্লিনশিট রাখতে পেরেছিলেন করণজিৎ।
Kerala Blasters: চিমার পা থেকে বল কেড়ে নেওয়া ফুটবলারকে বিদায় জানাল কেরালা
কেরালা ব্লাস্টার্স এফসি তাদের এক বিবৃতিতে বলেছে, ‘ক্লাব অভিজ্ঞ গোলরক্ষক করণজিৎ সিংকে বিদায় জানাতে চায়। আমাদের সঙ্গে থাকাকালীন করণজিৎ পেশাদারিত্ব এবং এই খেলার প্রতি নিজেকে উত্সর্গ করেছিলেন। সতীর্থ, কোচিং স্টাফ এবং সমর্থকদের শ্রদ্ধা ও প্রশংসা অর্জন করেছিলেন। যেহেতু তিনি তাঁর কেরিয়ারের পরবর্তী অধ্যায় শুরু করতে চলেছেন, তাই আমাদের ক্লাবের প্রতি তাঁর ভালবাসা ও দায়বদ্ধতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।’ এ প্রসঙ্গে বলে রাখা ভাল, ৩৮ বছর বয়সী এই গোলরক্ষক স্কোয়াডের ব্যাকআপ কিপার ও মেন্টর হিসেবে কাজ করেছেন।
একই সঙ্গে কেরালা ব্লাস্টার্স এফসি-র সঙ্গে এক মরসুমের জন্য লোন কাটিয়ে নিজের মূল ক্লাব বেঙ্গালুরু এফসি-তে ফিরেছেন লারা শর্মা। ইন্ডিয়ান সুপার লিগের দশম সংস্করণে ব্লাস্টার্সের হয়ে তিনটি ম্যাচ খেলেছিলেন ২৪ বছর বয়সী এই গোলরক্ষক। পশ্চিমবঙ্গে জন্মগ্রহণকারী এই ফুটবলার ক্লাবের হয়ে শেষ দুটি লিগ ম্যাচ খেলেছিলেন নর্থইস্ট ইউনাইটেড এফসি এবং হায়দরাবাদ এফসির বিরুদ্ধে। ওড়িশা এফসির বিরুদ্ধে আইএসএল প্লে অফের ম্যাচেও খেলেছেন তিনি।
Lara, thank you for standing tall as our last line of defense. Wishing you all the success in your next chapter! 💛 🧤
Catch all the #ISL action on @JioCinema 👉 https://t.co/pYTDwhGCei #LaraSharma #ThankYouLara #KeralaBlasters #KBFC pic.twitter.com/mDPtbw2A1Q
— Kerala Blasters FC (@KeralaBlasters) May 31, 2024
কেরালা ব্লাস্টার্স এফসি লারা প্রসঙ্গে বলেছে, ‘আমরা গোলরক্ষক লারা শর্মাকে বিদায় জানাচ্ছি কারণ ক্লাবের সঙ্গে তাঁর ধারের মেয়াদ শেষ হয়েছে। খেলার প্রতি তাঁর ভালবাসা এবং আবেগ দলে একটি বিশেষ ছাপ রেখেছে। আমরা তাঁকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।’