East Bengal: চোট-শঙ্কার মধ্যেও আশার আলো দেখালেন ২ তারকা

ইস্টবেঙ্গল (East Bengal) ক্যাম্পে মিশ্র আবহাওয়া। কলকাতা ফুটবল লিগে দলের ভাল পারফরম্যান্স খুশি করেছে লাল হলুদ সমর্থকদের। খাতায় কলমে দল-ও এবার চোখে পড়ার মতো। কিন্তু…

East Bengal

ইস্টবেঙ্গল (East Bengal) ক্যাম্পে মিশ্র আবহাওয়া। কলকাতা ফুটবল লিগে দলের ভাল পারফরম্যান্স খুশি করেছে লাল হলুদ সমর্থকদের। খাতায় কলমে দল-ও এবার চোখে পড়ার মতো। কিন্তু একের পর এক চোট সংবাদ চিন্তা বাড়িয়েছে ইস্টবেঙ্গল তাঁবুতে। সিএফএল-এ সাফল্যের হাতছানির পাশাপাশি চোট আশঙ্কা। এই দুইয়ের কারণে ইস্টবেঙ্গল ক্যাম্পে মিশ্র আবহাওয়া। চোট-শঙ্কার মধ্যেও ইস্টবেঙ্গলের ফার্স্ট টিমের দুই তারকা দেখালেন আশার আলো।

   

Nishu Kumar: নিশুর জায়গায় ইস্টবেঙ্গলে অন্য ফুটবলার?

ডুরান্ড কাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গল এফসি। বুধবার আর্মি রেডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেছিল ইস্টবেঙ্গল। আর্মি রেড ৩-১ গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গলকে। ডুরান্ড কাপের আগের এই প্রস্তুতি ম্যাচের প্রথম ৬০ মিনিট খেলেছিলেন লাল হলুদের সিনিয়র দলের খেলোয়াড়রা। বাকি তিরিশ মিনিট খেলেছিলেন ডেভেলপমেন্ট দলের খেলোয়াড়রা।

 

ইস্টবেঙ্গলের জন্য ম্যাচের ফল হতাশজনক। আর্মি রেড ধারেভারে মশাল বাহিনীর তুলনায় অনেকটাই পিছিয়ে থাকা দল। তাদের বিরুদ্ধে ৩ গোল হজম ইস্টবেঙ্গলের রক্ষণ নিয়ে চিন্তা বাড়িয়েছে। সেই সঙ্গে চোট সমস্যা তো আছেই। তবুও ডুরান্ড কাপের আগে আশার আলো দেখিয়েছেন প্রথম দলের দুই খেলোয়াড়। একজন দিমিত্রি দিয়ামান্তিকস, অন্যজন নাওরেম মহেশ।

East Bengal FC: চোট পেলেন ইস্টবেঙ্গলের আরও ২ ফুটবলার

দিমিত্রি গোল করেছেন। ডুরান্ড কাপের আগে প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে নিজের কাজ করেছিলেন আইএসএল-এর গোল্ডেন বুট জয়ী ফুটবলার। দিমিত্রির মতো মহেশ নজর কেড়েছেন। প্রস্তুতি ম্যাচে নিজের স্বাভাবিক খেলা ধরে রাখার চেষ্টা করেছিলেন। বাড়িয়েছিলেন গোলমুখী পাস। দিমিত্রির সঙ্গে মহেশের জুটি গড়ে উঠলে লাভবান হতে পারে ইস্টবেঙ্গল এফসি।