এই সার্বিয়ান তারকা ফুটবলারকে নিয়ে দড়ি টানাটানি এটিকে মোহনবাগান-জামশেদপুরের

এখনও দলবদলের মরশুম শুরু হতে বেশ কিছুটা সময় বাকি।কিন্তু তার আগেই এক বিদেশি ফুটবলার কে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়ে এটিকে মোহনবাগান (Mohun Bagan) এবং জামশেদপুর…

Serbian star footballer Slavko Damjanovic

এখনও দলবদলের মরশুম শুরু হতে বেশ কিছুটা সময় বাকি।কিন্তু তার আগেই এক বিদেশি ফুটবলার কে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়ে এটিকে মোহনবাগান (Mohun Bagan) এবং জামশেদপুর এফসির (Jamshedpur) মধ্যে। যে ফুটবলারকে নিয়ে এতোটা কনফিউশন, তিনি হলেন সার্বিয়ান ডিফেন্ডার স্লাভকো (Slavko Damjanovic)।

Advertisements

একাধিক সূত্রের মারফত স্লাভকো কে নিয়ে ভিন্ন ভিন্ন খবর এসেছে প্রকাশ‍্যে। তাই তার পরবর্তী ডেস্টিনেশন হতে চলেছে কোন ফুটবল ক্লাব। সেটা নিয়ে এখনও ধোঁয়াশা কাটছেই না বলা চলে।

বিজ্ঞাপন

একাংশের দাবী ইতিমধ্যে স্লাভকো জামশেদপুরে খেলবেন বলে মনোস্থির করে ফেলেছেন।এমনকি তিনি নাকি জামশেদপুরে সই করে ফেলেছেন, এমনটাও দাবী করেছেন কেউ কেউ।

উল্টোদিকে বেশ কিছু জায়গা থেকে শোনা যাচ্ছে এটিকে মোহনবাগানে ইতিমধ্যে সই করে ফেলেছেন স্লাভকো। তিনি কোন ক্লাবে সই করেছেন সেটা এখনো স্পষ্ট না হলেও, তিনি যে আইএসএলেই খেলবেন, এবং তিনি যে সই করে ফেলেছেন সেটা একপ্রকার স্পষ্ট।তবে সেটা এটিকে মোহনবাগান নাকি জামশেদপুর এফসি সেটা অ্যানাউন্সমেন্টের পরে বোঝা যাবে।

স্লাভকোর আইএসএলে খেলার অভিজ্ঞতা আছে। ২০২১-২২ মরশুমে চেন্নাইয়ান এফসির হয়ে খেলেছিলেন স্লাভকো।এরপর নিজের দেশে ফিরে যান তিনি।নিজদেশের যে ক্লাবের হয়ে স্লাভকো খেলছিলেন, সেখানে ২০২৩ সালের জুন মাস অবধি চুক্তিবদ্ধ তিনি।তবে চুক্তিবদ্ধ যেখানেই হোন তিনি।এমন সুঠাম চেহারার অধিকারী একজন ফুটবলার কে দলে পেলে লাভবান হবেন যেকোনো ক্লাব’ই,সে এটিকে মোহনবাগান’ই হোক বা চেন্নাইয়ান।এখন শেষ অবধি সবুজ মেরুনের জার্সি গায়ে দেখা যায় কিনা,সেটা জানতে সমর্থকদের এখন অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় নেই।