Sanjay Sen: বড় সাফল্য সবুজ-মেরুনের এই ট্রফি জয়ী কোচের

কলকাতা ময়দানের অন্যতম এক প্রধান মোহনবাগান। গত ফুটবল মরশুমে সবাইকে চমকে দিয়ে হিরো আইএসএল জিতেছিল এই ক্লাব। এবার সেই দলের প্রাক্তন ট্রফি জয়ী কোচের মুকুটে যুক্ত হল এক নয়া পালক। তিনি সঞ্জয় সেন (Sanjay Sen)।

Former ATK Mohun Bagan coach Sanjay Sen

কলকাতা ময়দানের অন্যতম এক প্রধান মোহনবাগান। গত ফুটবল মরশুমে সবাইকে চমকে দিয়ে হিরো আইএসএল জিতেছিল এই ক্লাব। এবার সেই দলের প্রাক্তন ট্রফি জয়ী কোচের মুকুটে যুক্ত হল এক নয়া পালক। তিনি সঞ্জয় সেন (Sanjay Sen)। এক কথায় বলতে গেলে কলকাতা ময়দানের অতিপরিচিত মুখ।

একটা সময় বাংলাদেশের শক্তিশালী দল শেখজামাল ধানমন্ডিকে হারিয়ে মহামেডান স্পোর্টিং ক্লাবকে আইএফএ শিল্ড জিতিয়ে সকলের নজরে এসেছিলেন এই বাঙালি কোচ। পরবর্তীতে যুক্ত হন মোহনবাগান দলের সঙ্গে। মহামেডানের পরে বাগানে ও ফুল ফোঁটাতে সক্ষম থাকেন সঞ্জয় সেন। বহু বছরের অপেক্ষার শেষে দলকে আইলিগ উপহার দিয়েছিলেন তিনি। এমনকি বছর ঘুরতেই ফের ফেডারেশন কাপ জিতিয়ে এক নিমেষে বাগান সমর্থকদের মনের মনিকোঠায় স্থান করে নিতে সক্ষম হন এই কোচ। এবার ব্যাক্তিগত ভাবে চূড়ান্ত সাফল্য পেলেন ময়দানের এই দাপুটে কোচ।

তবে শুধু সঞ্জয় সেন নন। তৎকালীন বাগান দলের সহকারী কোচ শঙ্করলাল চক্রবর্তীকে ও যথেষ্ট সম্মান ও ভালোবাসা পেয়েছিলেন মোহনবাগান সমর্থকদের তরফ থেকে। তবে দুজনের কাছে এএফসির ‘এ’ লাইসেন্স থাকলেও ‘প্রো’ লাইসেন্স না থাকায় হিরো আইএসএলের মতো টুর্নামেন্টে কোচিং করানো সম্ভব ছিলনা তাদের পক্ষে। যদিও কিছু বছর আগে আইএসএলের সহকারী কোচ হিসেবে কাজ করতে দেখা গিয়েছিল সঞ্জয় সেনকে। তবে হেডকোচ হিসেবে দেখা যায়নি কোনোদিন। অবশেষে সেই আক্ষেপ মিটল। শঙ্করলাল চক্রবর্তীর পর দ্বিতীয় বাঙালি কোচ হিসেবে ‘প্রো’ লাইসেন্স পাশ করলেন সঞ্জয় সেন। যা নিঃসন্দেহে বঙ্গ ফুটবলের ক্ষেত্রে বড়সড় চমক।

এই সাফল্যের দরুন এবার থেকে আইএসএলের যেকোনো দলের কোচিং করাতে পারবেন এই আইলিগ জয়ী কোচ। একটা সময় ইউনাইটেড স্পোর্টস ক্লাবের হয়ে নিজের কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন সঞ্জয় সেন। তারপর সেখান থেকে মহামেডান। মহামেডান থেকে মোহনবাগান। এসেছে একের পর এক সাফল্য। তবে এবার এই প্রো লাইসেন্স পাশ করার পর কোন দলের দায়িত্ব নেন ময়দানের এই দাপুটে কোচ এখন সেটাই দেখার।