Cricket News: আইসিসি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে পাকিস্তান ক্রিকেট এসেছে পরিবর্তনের ঝড়। শুধু তাই নয়, পিসিবির অভ্যন্তরেও প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এবং একের পর এক পদত্যাগ দেখা যাচ্ছে। বৃহস্পতিবার তিনজন কোচ একযোগে তাদের পদ থেকে সরে দাঁড়ান। এই পদগুলি পাকিস্তানের জাতীয় ক্রিকেট একাডেমির সাথে যুক্ত ছিল।
এই তিন কোচের নাম মিকি আর্থার, গ্র্যান্ট ব্র্যাডবার্ন ও অ্যান্ড্রু পুটিক। সম্প্রতি ওয়ানডে বিশ্বকাপের পরই এনসিএ-তে নতুন কোচিং স্টাফ নিয়োগ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব পালন করা আর্থারকে ২০২৩ সালের এপ্রিলে দলের ডিরেক্টর অব ক্রিকেটও করা হয়।
এছাড়া ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ফিল্ডিং কোচ হিসেবে দলের সঙ্গে ছিলেন ব্র্যাডবার্ন। গত বছর প্রধান কোচও করা হয়েছিল তাকে। ব্যাটিং কোচ হিসেবেও দলের সঙ্গে ছিলেন পুটিক। বিশ্বকাপের পর সব কোচ ও অধিনায়ক পরিবর্তন করে পাকিস্তান। এরপরই তিনজনকে জাতীয় দল থেকে বাদ দিয়ে এনসিএ-তে দায়িত্ব দেওয়া হয়। দলের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মহম্মদ হাফিজ। সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজেও প্রধান কোচ ছিলেন হাফিজ। এছাড়া অ্যাডাম হোলিওককে ব্যাটিং কোচ এবং উমর গুল ও সাঈদ আজমলকে যথাক্রমে ফাস্ট বোলিং ও স্পিন বোলিং কোচ করা হয়।
https://twitter.com/TheRealPCBMedia/status/1747985593840321022?t=fieD3Sg2j02NkW2mo3NSLA&s=19
গত কয়েক মাস ধরেই পাকিস্তান দলের পারফরম্যান্স খারাপ। এশিয়া কাপ ও বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছে দলটি। এরপর নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে হেরেছে। শান মাসুদকে লাল বলে এবং শাহিন আফ্রিদিকে সাদা বলের অধিনায়ক করা হলেও তার প্রভাব দলের ওপর দেখা যায়নি।
