Transfer window: জামশেদপুরে সই করলেন নর্থইস্টের এই তারকা ফুটবলার

Transfer window: নতুন মরশুমে সকলকে চমকে দিয়ে নিজেদের অভিযান শুরু করতে চায় আইএসএলের এই ধরতে মরিয়া এই ফুটবল ক্লাব।

Imran Khan Joins Jamshedpur

Transfer window: নতুন মরশুমে সকলকে চমকে দিয়ে নিজেদের অভিযান শুরু করতে চায় আইএসএলের এই ধরতে মরিয়া এই ফুটবল ক্লাব। সেজন্য এবার প্রতিপক্ষের ডিফেন্সে ফাঁটল ধরাতে এক সার্বিয়ান উইঙ্গারকে এবার দলে টেনেছে জামশেদপুর এফসি। তিনি অ্যালেন স্টেভানোভিচ। আগত দুইটি মরশুমের জন্য এই তারকা ফুটবলার কে দলে টেনেছে আইএসএলের এই ক্লাব।

একটা সময় ইতালির অন্যতম জনপ্রিয় দল ইন্টার মিলানের যুব দলের হয়ে যাত্রা শুরু করেছিলেন তিনি। পরবর্তীতে এসি রোমার মতো একাধিক জনপ্রিয় দলের হয়ে ফুটবল খেলেছিলেন তিনি। এবার এই অভিজ্ঞ ফুটবলারের উপরেই ভরসা রেখেছে ম্যানেজমেন্ট।

তবে সেখানেই শেষ নয়, এবার সেই তালিকায় যুক্ত হলেন দেশের প্রতিভাবান মিডফিল্ডার ইমরান খান। আজ জামশেদপুর এফসির থেকে সরকারিভাবে ঘোষণা করা হয় এই তারকা ফুটবলারের নাম। যতদূর জানা গিয়েছে, আগামী দুইটি মরশুমের জন্য এই তারকা মিডফিল্ডার কে দলে টেনেছে জামশেদপুর ম্যানেজমেন্ট। পূর্বে নর্থইস্ট ইউনাইটেডের হয়ে আইএসএলে খেলেছিলেন এই ফুটবলার। তবে এবার নয়া ফুটবল মরশুমে এই লিগশিল্ড জয়ীদের জার্সিতে মাঠে নামবেন ইমরান।

একটা সময় আইলিগের প্রভাবশালী দল নেরোকা এফসির হয়ে প্রফেশনাল ক্যারিয়ার শুরু করেছিলেন এই তারকা। পরবর্তীতে হায়দরাবাদ হয়ে সেখান থেকে যোগদান করেন এফসি গোয়া দলে। সেই দলের হয়েই প্রথম আইএসএল খেলেন এই ফুটবলার। তারপর গোকুলাম কেরালা হয়ে ফের চলে আসেন এফসি গোয়ায়। সেখান থেকে যোগদান করেন এটিকে মোহনবাগান দলে। একটা মরশুম খেলার পর গোয়া দলে ফিরলেও সেখান থেকে নেরোকা হয়ে যোগদান করেন জন আব্রাহামের ফ্র্যাঞ্চাইজি তে। সেখান থেকে এবার আসলেন চিমা চুকুদের দলে।