Transfer Window: মোহনবাগানকে পিছনে ফেলে জাতীয় তারকাকে সই করানোর পথে মুম্বাই

Transfer Window: হিরো ইন্ডিয়ান সুপার লিগের কথা মাথায় রেখে দল গঠনের ক্ষেত্রে একে অপরকে টেক্কা দিয়ে খেলোয়াড় সই করানোর পন্থা অবলম্বন করে আসছে ক্লাব গুলি।…

Jackson Singh

Transfer Window: হিরো ইন্ডিয়ান সুপার লিগের কথা মাথায় রেখে দল গঠনের ক্ষেত্রে একে অপরকে টেক্কা দিয়ে খেলোয়াড় সই করানোর পন্থা অবলম্বন করে আসছে ক্লাব গুলি। একটা সময় কেরালা ব্লাস্টার্স দলের অন্যতম তারকা ফুটবলার নিশু কুমার কে দলে টানতে ইমামি ইস্টবেঙ্গলের পাশাপাশি আসরে নেমে পড়েছিল এফসি গোয়া ও জামশেদপুরের মতো দল। তবে শেষ পর্যন্ত বাজিমাত করেছে ইস্টবেঙ্গল।

একইভাবে দল গঠনের ক্ষেত্রে দেশি ও বিদেশি ফুটবলারদের সই করানোর ক্ষেত্রে বারংবার দড়ি টানাটানি দেখা দিয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস ও রনবীর কাপুরের মুম্বাই সিটির মধ্যে। উল্লেখ্য, অজি বিশ্বকাপার জেসন কামিন্স কে দলে পেতে একটা সময় সবুজ-মেরুন শিবিরের সাথে আসরে নেমে পড়েছিল রাহুল ভেকেদের মুম্বাই। এমনকি একপ্রস্থ কথা ও হয়ে গিয়েছিল কামিন্সের এজেন্টের সঙ্গে। তবে শেষ পর্যন্ত সমস্ত কিছু বদলে দিয়ে কামিন্স কে চূড়ান্ত করে মোহনবাগান। তবে এবার এক দেশীয় ফুটবলার কে সই করানোর ক্ষেত্রে মোহনবাগান ও চেন্নাইনের মতো দল গুলিকে পিছনে ফেলে দিল মুম্বাই সিটি।

বিশেষ সূত্র মারফত খবর, আগামী কয়েকটি ফুটবল মরশুমের কথা মাথায় রেখে ভারতীয় দলের অন্যতম তারকা ফুটবলার জিকসন সিং কে প্রায় চূড়ান্ত করে ফেলেছে মুম্বাই সিটি এফসি। গত বেশকিছু মাস ধরেই কেরালা ব্লাস্টার্স দলের এই ফুটবলারের দিকে নজর রাখতে শুরু করেছিল একাধিক ক্লাব। তবে তাদের মধ্যে এই আইএসএল জয়ী ক্লাবের সঙ্গেই কথাবার্তা যথেষ্ট ইতিবাচক থেকেছে। বর্তমানে যা পরিস্থিতি, সেই অনুযায়ী নাকি মুম্বাই সিটিতে আসতে আদতে কোনো আপত্তি নেই এই তারকা ফুটবলারের।

তবে তার বর্তমান দল কেরালা ব্লাস্টার্সের সঙ্গে আগামী ২০২৫ সাল পর্যন্ত চুক্তি রয়েছে জিকসনের। সেজন্য তাকে দলে টানতে হলে বড়সড় ট্রান্সফার ফি দিতে হবে কেরালা দলকে। যা দিতে রাজি মুম্বাই সিটি। যারফলে, সবকিছু ঠিকঠাক থাকলে নতুন মরশুমে মুম্বাই সিটির জার্সিতে আইএসএল খেলতে পারেন এই ফুটবলার।

একটা সময় ইন্ডিয়ান অ্যারোজ থেকে উঠছে এসেছিলেন জিকসন। পরবর্তীতে কেরালা ব্লাস্টার্সের হয়ে আইএসএল খেলতে আসা। সেখান ভালো পারফরম্যান্সের দরুন সহজেই সকলের নজরে চলে আসেন তিনি। যারফলে, বর্তমানে ভারতীয় দলের প্রথম একাদশে সহজেই স্থান করে নেন জিকসন। তাই এবার নতুন মরশুমের কথা মাথায় রেখে এই তারকার উপরেই ভরসা রাখতে চাইছে মুম্বাই।