ISL: ইস্টবেঙ্গলের পরবর্তী তিনটি ম্যাচের প্রতিপক্ষে কারা? আসুন দেখে নেওয়া যাক

হিরো ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ইতিমধ্যে আট ম্যাচের মধ্যেই তিনটে জয় পেয়ে টেবিলের অষ্টম স্থানে জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল।যদিও তারা হেরেছে হেরেছে পাঁচটি ম্যাচ।ঘরের মাঠে…

Joy East Bengal

হিরো ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ইতিমধ্যে আট ম্যাচের মধ্যেই তিনটে জয় পেয়ে টেবিলের অষ্টম স্থানে জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল।যদিও তারা হেরেছে হেরেছে পাঁচটি ম্যাচ।ঘরের মাঠে এখনও অবধি জয় অধরা ইস্টবেঙ্গলের।গত অ্যাওয়ে ম্যাচে জে আর ডি কমপ্লেক্স স্টেডিয়ামে জামশেদপুর এফসির বিরুদ্ধে ৩-১ গোলে জয় পায় মশাল বাহিনীরা।জোড়া গোল করেছিলেন ইস্ট বেঙ্গলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেটন সিলভা ওপর গোলটি করেছিলেন ভিপি সুহের। তিনিই গোলেরই অ্যাসিস্ট এসেছিল মহেশ নাওরেম সিংয়ের পা থেকে।

ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচটি ৯ই ডিসেম্বর গতবারের চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসির বিরুদ্ধে হায়দ্রাবাদে গিয়ে যারা ।যারা ইতিমধ্যে ৮ ম্যাচের মধ্যে ৫টিতে জয় পেয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে। ১৬ই ডিসেম্বর লাল হলুদ বাহিনীকে ঘরের মাঠে অর্থাৎ বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে মুখোমুখি হতে হবে টেবিল টপার মুম্বাই সিটির সাথে যারা কিনা এখনও এই লিগে অপাতাজিত।৯টি ম্যাচের মধ্যে ৬টিতেই জিতেছে বিপিন সিংরা বাকি ৩টি ম্যাচ তারা ড্র করেছে।

ফের ঘরের মাঠে ৩০শে ডিসেম্বর রয় কৃষ্ণ,সুনীল ছেত্রির বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে অ্যালেক্স লিমারা।প্রথম পর্বের ম্যাচে বেঙ্গালুরুকে ১-০ গোলে হারিয়ে এসেছিল তারা। একমাত্র গোলটি করেছিলেন ক্লেটন সিলভা।৭ ম্যাচে মাত্র ২টি জয় পেয়েছে বেঙ্গালুরু ,৪টি ম্যাচ হেরেছে তারা।যদিও লাল হলুদ কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন এখন শুধু হায়দ্রাবাদ ম্যাচকেই পাখির চোখ করেছেন।কোনো তাড়াহুড়ো না প্রতিটি ম্যাচ ধরে ধরে এগোতে চান তিনি।