Transfer Window: ব্রাজিলিয়ান রাইট ব্যাককে দলে টানছে জামশেদপুর এফসি

Transfer Window: শেষ ফুটবল সিজন খুব একটা ভালো কাটেনি জামশেদপুর এফসির (Jamshedpur FC)।

Brazilian Right-Back Elsinho

Transfer Window: শেষ ফুটবল সিজন খুব একটা ভালো কাটেনি জামশেদপুর এফসির (Jamshedpur FC)। গত হিরো আইএসএলের শুরু থেকেই দাঁতে দাঁত চেপে লড়াই করলেও খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি আইএসএলের লিগশিল্ড জয়ী এই ফুটবল দল। যারফলে, লিগ টেবিলের তলানিতে থেকেই নিজেদের অভিযান শেষ করেছে এই ফুটবল ক্লাব।

তবে দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী কাপ টুর্নামেন্ট সুপার কাপে অন্যান্য দলগুলোকে টেক্কা দিয়ে একটা সময় ট্রফি জয়ের অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হলেও পরবর্তীকালে সেমিতে পরাজিত হয়ে ছিটকে যেতে হয়েছে তাদের। সেই ব্যার্থতা আজও কুড়ে কুড়ে খায় জামশেদপুরকে। তবে এবার নতুন মরশুমে ঘুরে দাঁড়াতে মরিয়া এই ফুটবল ক্লাব। সেইমতো নিজেদের দলকে ঢেলে সাজিয়েছে জামশেদপুর ম্যানেজমেন্ট।

একের পর এক তারকা ফুটবলারকে দলে টেনেছে এই দল। এবার এক ব্রাজিলিয়ান তারকাকে চূড়ান্ত করেছে তারা। গত কয়েকদিন আগেই প্রতিপক্ষের ডিফেন্সে ফাঁটল ধরাতে এক সার্বিয়ান উইঙ্গার অ্যালেন স্টেভানোভিচকে টেনেছে জামশেদপুর। আগত দুইটি মরশুমের জন্য এই লিগশিল্ড জয়ী দলে যুক্ত হয়েছেন তিনি। যা দেখে রীতিমতো চমকে গিয়েছে সকলে।একটা সময় ইতালির অন্যতম জনপ্রিয় দল ইন্টার মিলানের যুব দলের হয়ে যাত্রা শুরু করেছিলেন তিনি।

পরবর্তীতে এসি রোমার মতো একাধিক জনপ্রিয় দলের হয়ে ফুটবল খেলে এবার ভারতে আসছেন অভিজ্ঞ ফুটবলার। তবে শুধু বিদেশি ফুটবলার নয়, দেশীয় ফুটবলার নির্বাচনের ক্ষেত্রেও যথেষ্ট দক্ষতা প্রদর্শন করেছে জামশেদপুর ম্যানেজমেন্ট। গত কয়েকদিন আগেই দলে এসেছেন দেশের প্রতিভাবান মিডফিল্ডার ইমরান খান। তবে এবার থাকছে আরও চমক।

আজ ঘন্টাকয়েক আগেই সকলকে চমকে দিয়ে ব্রাজিলিয়ান তারকা এলসিনহোকে এক বছরের চুক্তিতে দলে সই করিয়েছে জামশেদপুর এফসি। একটা সময় ভাস্কোদাগামা থেকে শুরু করে জাপানের কাওয়াসাকি ফ্রন্টের মতো দলের হয়ে খেলেছেন তিনি। এমনকি শেষ মরশুমে ও খেলেছেন জাপানের টোকুশিমায়। তবে এবার প্রথমবারের জন্য ভারতে আসতে চলেছেন এই বিদেশি রাইটব্যাক। আগত ফুটবল মরশুমে তাকে প্রথম একাদশে রেখেই নিজেদের ঘুঁটি সাজাবে জামশেদপুর।