ফুটবলার সুব্রত ভট্টাচার্যকে সম্মান জানিয়ে বিশেষ ঘোষণা দমকল মন্ত্রীর

ভারতীয় ফুটবলের জগতে অন্যতম একটি নক্ষত্র হলেন সুব্রত ভট্টাচার্য (Subrata Bhattacharya)। ওরফে ময়দানের বাবলুদা। সবুজ-মেরুন জার্সিতে খেলে গিয়েছেন বহু বছর।

Subrata Bhattacharya

ভারতীয় ফুটবলের জগতে অন্যতম একটি নক্ষত্র হলেন সুব্রত ভট্টাচার্য (Subrata Bhattacharya)। ওরফে ময়দানের বাবলুদা। সবুজ-মেরুন জার্সিতে খেলে গিয়েছেন বহু বছর। দলের বহু উত্থান-পতনের সাক্ষী থেকেছেন তিনি। সেই সাথে পায়ের জাদুতে মোহনবাগান কে এনে দিয়েছেন বহু সাফল্য। যা চমকে দিয়েছে বহু দেশি-বিদেশী ফুটবলারদের।

তবে শুধু ফুটবলার হিসেবেই নয়, পরবর্তীতে কোচিং ক্যারিয়ারে ও যথেষ্ট সাফল্য পেয়েছেন বাবলুদা। নিজের ফুটবল ক্লাব মোহনবাগানের পাশাপাশি পরবর্তী সময়ে ইস্টবেঙ্গল ও চিরাগ ইউনাইটেড এর মতো শক্তিশালী দলের ও দায়িত্ব পালন করেছেন এই মোহনবাগান রত্ন। তবে এবার লেখকের ভঙ্গিমায় ধরা দিলেন ভারতীয় ফুটবল জগতের এই কিংবদন্তি। ফুটবলার হিসেবে ময়দানে দাঁপিয়ে খেলার পাশাপাশি কোচের ভূমিকায় আত্মপ্রকাশ করার সময় পর্যন্ত দীর্ঘ যে পথ তিনি অতিক্রম করে এসেছেন তারই বহু অজানা অধ্যায় তুলে ধরেছেন নিজের আত্মজীবনীতে।

যার নাম দিয়েছেন ‘ষোলো আনা বাবলু’। আজ মোহনবাগান দিবসের বিকেলেই ক্লাব উপস্থিত থেকে এই বইটি প্রকাশের সাক্ষী থাকলেন তিনি। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ ক্লাবে উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক তথা তার জামাই সুনীল ছেত্রী থেকে শুরু করে মনোরঞ্জন ভট্টাচার্য, ভাস্কর গাঙ্গুলীর মতো প্রাক্তন তারকা ফুটবলার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন। তাদের এই সুবর্ণময় উপস্থিতিতেই প্রকাশ পেল সুব্রত ভট্টাচার্যের এই বিতর্কিত আত্মজীবনী। যেখানে দলের দূর্গ সামাল দেওয়া থেকে শুরু করে সেই সময়কার ময়দানের বহু ঘটনার উল্লেখ করেছে বিস্তর ভাবে। তবে সেখানেই শেষ নয়, রয়েছে আরও চমক।

মোহনবাগান ক্লাবের এই অনুষ্ঠান মঞ্চ থেকেই কিংবদন্তি ফুটবলার সুব্রত ভট্টাচার্যকে সম্মান জানিয়ে বিশেষ ঘোষণা করেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। মন্ত্রী হওয়ার পাশাপাশি একজন ক্রীড়াপ্রেমী মানুষ হিসেবে বারংবার লাইম লাইটে এসেছেন তিনি। লেকটাউনে মারাদোনা মূর্তি উন্মোচন থেকে শুরু করে বিধাননগরে শৈলেন মান্নার মূর্তি স্থাপন, সব ক্ষেত্রেই তার অবদান থেকেছে।

কিন্তু আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকে তার প্রিয় ফুটবলার সুব্রত ভট্টাচার্যের জন্য কোনো পরিকল্পনা কথা জানতে চাওয়া হলে রাজ্যের এই মন্ত্রী জানান, আগামী কয়েকমাসের মধ্যেই বিধাননগরের এইট বি মাঠ অর্থাৎ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রাকটিস মাঠকে সুব্রত ভট্টাচার্যের নামে নামাঙ্কিত করার পরিকল্পনা রয়েছে। খুব শীঘ্রই ব্যাপক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তা করার কথাও শোনা যায় সুজিত বসুর তরফ থেকে। যা শুনে খুশি সকলেই।