Transfer window: মোহনবাগানের খুশির দিনে ইস্টবেঙ্গল সমর্থকদের মন খারাপের আপডেট

Transfer window: আনোয়ার আলী চূড়ান্ত হয়েছেন মোহন বাগান সুপার জায়ান্টে। রবিবার দুপুরে ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয়েছে এই আপডেট।

East Bengal Football Club supporters showing their passion and love for the team

Transfer window: আনোয়ার আলী চূড়ান্ত হয়েছেন মোহন বাগান সুপার জায়ান্টে। রবিবার দুপুরে ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয়েছে এই আপডেট। অন্য দিকে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য কিছুটা সময় খারাপের সময়। উদীয়মান এই স্ট্রাইকার হয়তো পরছেন না লাল হলুদ জার্সি।

ইস্টবেঙ্গল সমর্থকদের অনেকের ইচ্ছা ছিল ঈশান পান্ডিতিয়াকে ক্লাবে সই করাক ম্যানেজমেন্ট। যত দিন এগিয়েছে এই আশা ক্রমে অস্তমিত হতে শুরু করেছে। শেষ পর্যন্ত হয়তো নিভে যেতে বসেছে আশার আলো। কারণ ঈশান হয়তো ধরবেন না কলকাতার বিমান।

   

Ishan Pandita, the Indian footballer, possibly signing for ATK Mohun Bagan

সম্প্রতি পাওয়া আপডেট অনুযায়ী, ঈশান পান্ডিতিয়া যেতে পারেন দক্ষিণ ভারতে। ফুটবল মহলে জল্পনা ছিল, তিনি হয়তো যোগ দেবেন চেন্নাইয়ন এফসিতে। যদিও এটাও এখনও নিশ্চিত নয়। নিজের ভবিষ্যত্ নিশ্চিত করতে আরও কিছুটা সময় নিতে পারেন ঈশান। তবে তার দক্ষিণ ভারতে যাওয়ার সম্ভাবনা প্রবল বলে মনে করা হচ্ছে।

<

p style=”text-align: justify;”>ভারতীয় ফুটবলারদের অনেকের থেকে ঈশান পান্ডিতিয়ার উত্থান অনেকটা আলাদা। বিদেশি ঘরানায় তার ফুটবল পাঠ। কেরিয়ারের শুরুর দিকে ছিলেন স্পেনে। পরে এসেছেন ভারতে। ২০২০-২১ মরসুমে ইন্ডিয়ান সুপার লিগের গোয়ার ক্লাবে সই করেছিলেন। তারপর পারি দিয়েছিলেন জামশেদপুরে। পরপর দুটি মরসুমে নিয়মিত ছিলেন জামাদেপুর এফসির ফুটবলার। বেশ কিছু ম্যাচে মাঠে নামলেও প্রত্যাশা মতো খেলতে পারেননি। একজন স্ট্রাইকার হিসেবে পাননি আশানুরূপ গোল। তবুও তাকে নিয়ে ভারতীয় ফুটবল প্রেমীদের প্রত্যাশা একটু বেশি। আগামী দিনে কোন ক্লাবে যান সে দিকে চোখ থাকবে সকলের।