LED USB Bulb: আজই ঘরে আনুন এইলিডি ইউএসবি বাল্ব, দাম মাত্র ২০ টাকা

বর্তমানে আমাদের পরিবেশ থেকে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে সোডিয়াম ভ্যাপার কিংবা রাস্তার টিউবলাইট। রাস্তার সাথে বর্তমানে আমাদের বাড়িতেও ব্যবহৃত হয়, এলইডি ল্যাম্প। যা বাজারে…

বর্তমানে আমাদের পরিবেশ থেকে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে সোডিয়াম ভ্যাপার কিংবা রাস্তার টিউবলাইট। রাস্তার সাথে বর্তমানে আমাদের বাড়িতেও ব্যবহৃত হয়, এলইডি ল্যাম্প। যা বাজারে খুব সহজেই পাওয়া যায়। মূলত পুরনো দিনের টিউবলাইট কিংবা হলুদ বাল্বের থেকে অনেকটাই বিদ্যুৎ সঞ্চয় করে এই বাল্ব। তাই সাম্প্রতিক সময়ে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন কর্পোরেট অফিস সবাই এলইডি বাল্বের দিকে ঝুঁকেছে।

বাজারে ৮০ থেকে ৯০ টাকা খরচ করলে খুব সহজেই মেলে এলইডি বাল্ব। অন্যদিকে এলইডি টিউব লাইট কিনতে গেলে খরচ করতে হয় ২০০ থেকে ৩০০ টাকা। তবে অনেকেই আছেন যারা কালো দিয়ে ঘর সাজাতে ভালোবাসেন। তাই মাঝে মধ্যেই বাজার থেকে এলইডি চেন কিংবা বিভিন্ন রঙিন এলইডি বাল্ব কিনে ঘরে আনেন।

তাতে অবশ্য বেশ কিছুটা টাকা খরচ হয়ে যায়। তবে আপনি যদি খুব অল্প ব্যয় এলইডি বাল্ব কিনতে চান তাহলে ভারতের অন্যতম জনপ্রিয় ই-কমার্স সাইট অ্যামাজন দিচ্ছে আপনাকে সেই সুযোগ। সম্প্রতি আমাজনের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে একটি দুর্দান্ত ইউএসবি পোর্ট যুক্ত এলইডি বাল্ব।

যা আপনি সহজেই পেয়ে যাবেন মাত্র কুড়ি টাকার বিনিময়ে। ঘরে মৃদু আলো যদি আপনার পছন্দ হয় তাহলে আজই কিনে ফেলুন এই বাল্ব। সেই অর্থে বিদ্যুতের কোন খরচ নেই। কারণ সামান্য ইউএসবি চার্জার দিয়ে আপনার ঘরকে আলোকিত করে তুলবে এই বাল্ব।