Transfer window: ইস্টবেঙ্গলের নজরে দুই ভারতীয় তারকা

জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে (Transfer window) বেশ কিছু ভালো মানের ভারতীয় ফুটবলার আসছে ইস্টবেঙ্গলে। ২০২২ সালের শেষ দিন ছয় উদীয়মান ভারতীয় ফুটবলারকে দলে নিয়ে দারুণ চমক…

Emami East Bengal won the warm-up match

জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে (Transfer window) বেশ কিছু ভালো মানের ভারতীয় ফুটবলার আসছে ইস্টবেঙ্গলে। ২০২২ সালের শেষ দিন ছয় উদীয়মান ভারতীয় ফুটবলারকে দলে নিয়ে দারুণ চমক দিয়েছিলো এটিকে মোহনবাগান।

সবুজ মেরুন ব্রিগেডের এই সকল নতুন ফুটবলার রা সকলেই ইন্ডিয়ান অ্যারোজের, এবং যুব সাফ দলের চ‍্যাম্পিয়ান ফুটবলার।এই দলের প্রশিক্ষক ছিলেন সম্মুগম ভেঙ্কটেশ,যিনি বর্তমানে ইস্টবেঙ্গলের সহকারী কোচ।তিনি বেশ কিছু ভারতের ফুটবলারকে আনতে চলেছেন ইস্টবেঙ্গলে।এমনটাই জানা গিয়েছে।তার নজরে আছে ইন্ডিয়ান অ্যারোজের ফুটবলার।

এবার প্রশ্ন হলো কোন দুই ভারতীয় ফুটবলারকে আনতে চলেছেন ভেঙ্কটেশ।প্রথমজন হলেন টাঙ্কুধর বাগ।এই রাইটব‍্যাকের ফুটবলারের উপর নজর রেখেছে ইস্টবেঙ্গল।ভীষণ দারুণ ডিফেন্স করেছিলেন তিনি সাফ চ‍্যাম্পিয়ানশিপে।আইলিগে প্রচুর ম‍্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার।ডিফেন্স লাইনকে দারুণ ভরসা দিতে পারে এই ফুটবলার, যেমনটা লালচুংয়া খেলেন ।এই ফুটবলারকে কনফার্ম করতে চলেছে ইস্টবেঙ্গল।

যে দ্বিতীয় ভারতের ফুটবলার নিতে চলেছেন ইস্টবেঙ্গল,তার নাম হর্ষ পাত্র।স‍্যাফ চ‍্যাম্পিয়ানশিপের ভারতীয় দলের সদস‍্য খেলেন ইন্ডিয়ান অ‍্যারোজের হয়ে।অনেকটা মোহনবাগানের লেনির মতো খেলেন এই ফুটবলার।এমন মাপের ডিফেন্সিভ মিডফিল্ডার কে দলে নিতে চলেছে ইস্টবেঙ্গল।লাল হলুদের এই পজিশনের ফুটবলারের প্রয়োজন ছিলো।তিনটি গোল ও আছে তার নামের পাশে।রক্ষণ এবং আক্রমণ ভাগ, দুই বিভাগে দারুণ সামাল দিতে পারেন তিনি।