Team India: টিম ইন্ডিয়ায় সুযোগ না পেয়ে ইংল্যান্ডে চললেন তারকা ক্রিকেটার

বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে টিম ইন্ডিয়া (Team India)। দলটি বর্তমানে দক্ষিণ আফ্রিকার সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলছে। এরপর দুই দলের মধ্যে ওয়ানডে ও টেস্ট সিরিজ…

Cheteshwar Pujara

বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে টিম ইন্ডিয়া (Team India)। দলটি বর্তমানে দক্ষিণ আফ্রিকার সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলছে। এরপর দুই দলের মধ্যে ওয়ানডে ও টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে। এই তিন ফরম্যাটের জন্য আগেই টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করেছিল বিসিসিআই।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের দলে জায়গা পাননি চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। চেতেশ্বর পুজারা টেস্টের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হন। তবে শেষ কয়েকটি টেস্ট ম্যাচ থেকে তিনি পুরোপুরি ফ্লপ বলে প্রমাণিত হচ্ছিল। যার ফলে দক্ষিণ আফ্রিকা সফর থেকে বাদ পড়েন তিনি। এরপর চেতেশ্বর পূজারাকে আবারও কাউন্টি ক্রিকেটে খেলতে দেখা যাবে।

আরও পড়ুন: Mohammed Shami: খেলার সবথেকে বড় পুরস্কার পেতে চলেছেন বাংলার শামি! 

সাসেক্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন পূজারা। চেতেশ্বর পূজারাকে এখন ইংল্যান্ডের মাটিতে ক্রিকেট খেলতে দেখা যাবে। পুজারা ২০২২ সালে সাসেক্স ক্লাবে যোগ দেন। এবার টানা তৃতীয় বারের মতো এই দলের হয়ে খেলতে দেখা যাবে তাকে। কাউন্টি ক্রিকেটেও পূজারার পারফরম্যান্স বেশ চমকপ্রদ। সাসেক্সের হয়ে এখন পর্যন্ত ১৮টি ম্যাচ খেলেছেন পূজারা। যার মধ্যে তিনি করেছেন ১৮৬৩ রান। এই সময়ের মধ্যে তার ব্যাট থেকে এসেছে ৮টি সেঞ্চুরি ও ৩টি হাফ সেঞ্চুরি।

চেতেশ্বর পূজারা এখনও পর্যন্ত ভারতীয় দলের হয়ে ১০৩ টি আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলেছেন। যার মধ্যে ৪৪ গড়ে ৭১৯৫ রান করেছেন তিনি। টেস্ট ক্রিকেটে তার ব্যাটে ১৯টি সেঞ্চুরি ও ৩৫টি হাফসেঞ্চুরি রয়েছে। এ ছাড়া টেস্টে তার সর্বোচ্চ স্কোর ২০৬ রান।