ইস্টবেঙ্গল গোলকিপার শুভম সেনকে নিয়ে টানাপোড়েন শুরু

Shubham Sen.

ইস্টবেঙ্গল এফসির গোলকিপার শুভম সেন (Suvam Sen) ফিফা ট্রান্সফার উইন্ডো দিয়ে দলবদল করতে চলেছেন,এমন জল্পনা দেখা দিয়েছে এই মুহুর্তে।

সূত্রে খবর,শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে শুভম মানসিক ভাবে ইস্টবেঙ্গল থেকে বেরিয়ে যেতে রাজি। ইতিমধ্যেই লাল হলুদ শিবিরের এই গোলকিপারের কাছে চেন্নাইন এফসি এবং নর্থইস্ট ইউনাইটেড এফসির অফার রয়েছে।

   

এই সংক্রান্ত আরও খবর:ATK Mohun Bagan: জনি কাউকোর বিকল্পে ডাচ মিডিও! জল্পনা তুঙ্গে 

ট্রান্সফার বাজার রীতিমতো গরম হয়ে উঠেছে উইন্টার সেশনে। এই মরসুমে ইস্টবেঙ্গল এফসি যেখানে দলের ভোলবদলের জন্যে মুখ খুঁজছে, সেই জায়গাতে টিম ইস্টবেঙ্গলের ঘর ভাঙার সম্ভাবনা তৈরি হয়েছে।

ইন্ডিয়ান সুপার লিগে ৮ ম্যাচ খেলে ৫ টা ম্যাচই হেরেছে ইস্টবেঙ্গল, জিতেছে ২ ম্যাচ।এমন অবস্থায় গত আইএসএলের ‘লাস্ট বয়ে’র তকমা ঝেড়ে ফেলে লিগ টেবলে উন্নতি এখন লক্ষ্য কোচ স্টিফেন কনস্টাটাইনের কাছে।এখনও ১২ টা ম্যাচ খেলতে হবে রেড এন্ড গোল্ড ব্রিগেডকে।এই ম্যাচ গুলো থেকে যতটা বেশি পয়েন্ট অর্জন করা যায় এই দিকে তাকিয়ে কনস্টাটাইন স্ট্র‍্যাটেজি ঠিক করে চলেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন