Transfer window: কলকাতার প্রধান দলে যোগ দিচ্ছেন এই তারকা বিদেশি ফুটবলার

জানুয়ারির ট্রান্সফার উইন্ডোর (Transfer window) আগেই গরম হয়ে উঠেছে দল বদলের বাজার৷ ইতিমধ্যে বেশ কিছু আইলিগের ক্লাবের ফুটবলার এসেছেন ইন্ডিয়ান সুপার লিগের ক্লাবে,

Mirlan Murzaev

জানুয়ারির ট্রান্সফার উইন্ডোর (Transfer window) আগেই গরম হয়ে উঠেছে দল বদলের বাজার৷ ইতিমধ্যে বেশ কিছু আইলিগের ক্লাবের ফুটবলার এসেছেন ইন্ডিয়ান সুপার লিগের ক্লাবে, আবার কিছু ইন্ডিয়ান সুপার লিগের ক্লাবে খেলা ফুটবলার যোগ দিচ্ছেন আইলিগের ক্লাবে।

এবার আসা যাক দল বদল করতে থাকা কিছু চেনা মুখের ফুটবলারদের বিষয়। প্রথমেই বলবো সুমিত রাঠির কথায়। সুমিত রাঠি ২০১৯ সালে দারুণ ফুটবল খেলেছিলেন এটিকের হয়ে। কিন্তু তারপর থেকে তেমন আর খেলার সুযোগ পাননি তিনি। ইতিমধ্যে তাকে নিতে বেশ কিছু ক্লাব উদ‍্যোগী হয়ে উঠেছে। ইতিমধ্যে মোটা অংকের প্রস্তাব পেয়েছেন তিনি, এখন দেখার বিষয় শেষ অবধি তাকে সবুজ মেরুন ব্রিগেড ধরে রাখেন নাকি ছেড়ে দেয়।

মিরলান মুরজায়েক। কিরিঘিস্তানের এই ফুটবলার দুর্দান্ত খেলেছিলেন চেন্নাইয়ান এফসির হয়ে ২০২১ সালে। ৩২ বছর বয়সী এই ফুটবলার সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনে খেলেন। এমন তারকা বিদেশি ফুটবলার যোগ দিতে চলেছেন মহামেডান স্পোর্টিংয়ে। কিবু ভিকুনার কোচিংয়ে কেমন ফুটবল খেলেন তিনি, এখন সেটাই দেখার বিষয়।

২০২১ সালে কেরালা ব্লাস্টার্সের হয়ে দুর্দান্ত ফুটবল খেলেছিলেন আব্দুল হাক্কু। পরবর্তী সময়ে রিয়েল কাশ্মীরে যোগদান করেন।এরপর রিয়াল কাশ্মীরের থেকে লোনে গেছেন গোকুলাম কেরালায়। এই গোকুলাম কেরালায় দুর্দান্ত ফুটবল খেলেছিলেন তিনি।সেই ক্লাবেই ফের ফিরতে চলেছেন তিনি। কোচ বদল করছে কেরালা, দায়িত্ব নিচ্ছেন বোনেট।