TET : ইন্টারভিউতে ডাক পেলেও নতুন বছরে চাকরি নিয়েই সন্দেহ টেট উত্তীর্ণদের

প্রথম দফার ইন্টারভিউ হয়েছে কলকাতায়। এবার নতুন বছরে দ্বিতীয় দফার ইন্টারভিউয়ের দিনক্ষণ ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। নতুন বছরের শুরুতেই টেট (Tet ) ইন্টারভিউ।

job

প্রথম দফার ইন্টারভিউ হয়েছে কলকাতায়। এবার নতুন বছরে দ্বিতীয় দফার ইন্টারভিউয়ের দিনক্ষণ ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। নতুন বছরের শুরুতেই টেট (Tet ) ইন্টারভিউ। তবে চাকরি প্রার্থীদের মনে সন্দেহ ইন্টারভিউ দিলেও চাকরি আদৌ হবে ?

বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। কলকাতাতেই হবে ইন্টারভিউ। যেসমস্ত প্রার্থীরা রেজিস্ট্রেশনের সময় কলকাতা বেছে নিয়েছিলেন, তাঁদের মধ্যে ২৫০ জন চাকরিপ্রার্থীদের ডাকা হবে।

২০২৩ সালের ১০ জানুয়ারি হবে ইন্টারভিউ। বিজ্ঞপ্তিতে পর্ষদের তরফে জানানো হয়েছে, ইন্টারভিউয়ের সমস্য, স্থান সবকিছুই ই-মেল মারফত প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। প্রাথমিক শিক্ষক নিয়োগের পোর্টালে থাকবে কল লেটার। সেখান থেকেও চাকরি প্রার্থীরা ডাউনলোড করতে পারবে। প্রথম দফার মতো এই দফাতেও ভিডিওগ্রাফি করা হবে।

তৃণমূলের আমলে ২০১৪ সাল এবং ২০১৭ সালে টেটের পরীক্ষা হয়েছিল। কিন্তু দুই বারেই নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। স্বচ্ছতা বজায় রাখতে একাধিক পদক্ষেপ নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রায় ১২ হাজার শিক্ষক পদে নিয়োগের প্রথম পর্যায়ের প্রক্রিয়া শুরু হবে সেদিন থেকেই।

উল্লেখ্য, দুই দফায় প্রাথমিকের নিয়োগ নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল। কখনও টাকার বিনিময়ে, আবার কখনও সাদা খাতা জমা দিয়ে নিয়োগের কথা উঠে আসছিল। দীর্ঘ সময় ধরে নিয়োগের দাবিতে সরব হন চাকরি প্রার্থীরা। এরই মাঝে ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি ঘোষণার পরেই করুণাময়িতে ধর্নায় বসেন চাকরি প্রার্থীরা।

সেই সময় চাকরি প্রার্থীদের বক্তব্য ছিল, ইন্টারভিউ ছাড়াই চাকরি দিতে হবে। কিন্তু ইন্টারভিউয়ের পক্ষেই বারবার সায় দিয়েছে পর্ষদ। শেষ অবধি হাইকোর্টের নির্দেশ মেনে পুলিশের অতি সক্রিয়তায় করুণাময়ী থেকে আন্দোলনকারীদের তুলে দেয় পুলিশ।