শীতকালীন ট্রান্সফার উইন্ডো (Transfer Window) খুলতে না খুলতেই মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্টকে নিয়ে শুরু হয়েছে জমাটি আড্ডা। কয়েক কোটি টাকার দল গঠন করার পরেও ক্লাবের আসেনি প্রত্যাশা মতো সাফল্য। নামী বিদেশি ফুটবলাররা নিজেদের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হয়েছেন ম্যাচের পর ম্যাচ। শেষ পর্যন্ত কোচ ছাঁটাই। হুয়ান ফেরান্ডোকে সরিয়ে কোচের দায়িত্বে অ্যান্টোনিও লোপেজ হাবাস।
কোচের সঙ্গে স্কোয়াডেও কি বদল আসবে? নতুন কোনো ফুটবলারকে কি সই করাবে সবুজ মেরুন ম্যানেজমেন্ট? ইত্যাদি প্রশ্ন এখন শোনা যাচ্ছে গোষ্ঠ পাল সরণীর আশেপাশে। পেশাদারিত্বের মোড়কে থাকা মোহন বাগান সুপার জায়ান্টের অন্তরের কথা জানার অবশ্য উপায় নেই। জল্পনার অভাব নেই। তবে কোনটা সত্যি সেটা এখনও প্রমাণিত হয়নি।
তবে কিছু ব্যতিক্রমী আলোচনাও রয়েছে। কোনো ফুটবলারকে দলে নিলে আগামী দিনে বাগানের সুবিধা হতে পারে এই নিয়েও চর্চা চলছে। উঠে এসেছে সিকিমের এক তরুণ ফুটবলারের নাম। বাগান যে এই ফুটবলারকে নিতে এমনটা বলা হচ্ছে। বলা হচ্ছে ইয়ং প্রসপেক্ট হিসেবে নিলে ভালো হতে পারে। সেই তরুণের নাম কী? নিতেশ দর্জে। সিকিমের খেলোয়াড়। বয়স মাত্র ১৯। পাঞ্জাব এফসির হয়ে খেলেন। ডিফেন্সের খেলোয়াড়। লেফট ব্যাক।
সবুজ মেরুন শিবিরে এমন অনেক তরুণ ফুটবলার রয়েছেন যারা মরসুমের পর মরসুম রয়েছেন প্রথম একাদশে নিয়মিত সুযোগ পাওয়ার অপেক্ষায়। নিতেশ দর্জের মধ্যে আগামী দিনের তারকা হওয়ার সম্ভাবনা রয়েছে। লেফট ব্যাক আপ বা রক্ষণের ব্যাক আপ হিসেবে তার কথা ভাবতেই পারেন মোহন বাগান সুপার জায়ান্টের কর্তারা, এমনটা মনে করছেন ভারতীয় ফুটবল ভক্তদের একাংশ।